আপনি কি আপনার লিড, সেলস এবং কনভার্সনকে নুন্যতম ২-৩ গুন বাড়াতে চান?

তাহলে সেলস ফানেল খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং আশা করি সেলস ফানেল সম্পর্কে আপনার ভালো ধারনা আছে। যদি না থাকে কোন সমস্যা নেই পড়তে থাকুন।

সেলস ফানেল কি?

সেলস ফানেল মূলত লিড জেনারেশন, অ্যাফিলিয়েট প্রোডাক্ট বা নিজের কোন প্রোডাক্ট বিক্রি করার জন্য বা বিক্রিকে আরেকটু বাড়ানোর জন্য সুপরিকল্পিত একটি প্রসেস। আমি স্বচ্ছতা পছন্দ করি এবং আমার বিক্রির একটি প্রসেস আপনাকে বোঝাই তাহলে সহজে বিষয়টি বুঝতে পারবেন।

ফ্রি ওয়ার্ডপ্রেস ইন্সটল সার্ভিস
ফ্রি ওয়ার্ডপ্রেস ইন্সটল সার্ভিস

আমার একটি সার্ভিস আছে “ফ্রি ওয়ার্ডপ্রেস সেটআপ“। এখানে আমি মূলত আমার ভিজিটরকে অফার করছি যদি তার ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস ইন্সটল করার দরকার পড়ে তাহলে আমি তাকে ফ্রি ইন্সটল করে দেবো এবং প্রোয়জনীয় সকল প্লাগিন সেটআপ করে দেবো। এবং অবশ্যই বিনামূল্যে।

আমি জানি এখন আপনি আমাকে জিজ্ঞাসা করবেন যে ভাই, আপনি ফ্রি যদি ইন্সটল করে দেন তাহলে এখানে আপনারতো কোন লাভ হচ্ছেনা। তাহলে কেন আপনি নিজের টাইম নষ্ট করে এই কাজ করে দিচ্ছেন?

হ্যাঁ, প্রশ্নটা অনেক মজার এবং এর উত্তর থেকেই আপনি সেলস ফানেল কি এবং কেন দরকার সেটা বুঝতে পারবেন।

আপনি যদি আমার সার্ভিস পেজ টা দেখেন সেখানে আমি ৩ ধরনের সার্ভিস অ্যাড করেছি।

  1. ফ্রি ওয়ার্ডপ্রেস ইন্সটল
  2. প্রিমিয়াম সাইট সেটআপ
  3. কাস্টম সাইট ডিজাইন
এখন আসুন এখানে কিভাবে আমি প্রফিট করছি?

প্রথম [1], আমি ফ্রি ওয়ার্ডপ্রেস যখন সেটআপ করে দিতে চাচ্ছি, আমি তাকে বলছি আমার রেফার করা কোম্পানি থেকে ডোমেইন হোস্টিং কিনতে। আমার ভিজিটর যদি আমার রেফার করা কোম্পানি থেকে ডোমেইন হোস্টিং কিনে থাকে, তাহলে আমি অল্প কিছু অ্যাফিলিয়েট কমিশন পাবো ওই কোম্পানি থেকে এবং যেহেতু আমি এখানে আল্প কিছু কমিশন পাচ্ছি এজন্য আমার অডিয়েন্সকে আমি আমার দিক থেকে কিছু সাহায্য করতে চাচ্ছি।

এবং আমার ফ্রি ওয়েবসাইট ইন্সটলেশন সার্ভিস যখন কেউ দেখছে, তখন সে আমার সাথে যোগাযোগ করছে এবং আমার অন্য ২ টি সার্ভিস নিয়েও তারা কথা বলছে। এবং নুন্যতম ১০% লোক আমার কাছ থেকে ফ্রি ইন্সটলেশনের পাশাপাশি অন্য কোন সার্ভিস নিচ্ছে। যেমনঃ কাস্টম ডিজাইন, ট্রেনিং কোর্স, আর্টিকেল রাইটিং সার্ভিস এবং ওয়েবসাইট মেইন্টেন্স মাসিক চুক্তিতে সার্ভিস নিচ্ছে।

আর যারা আমার কাছ থেকে কোন সেবা নিচ্ছে না, তাদের সাথে আমি পরে যোগাযোগ করতে পারছি এবং আমার সেবা সম্পর্কে ফলোআপ করতে পারছি। এবং যেখান থেকে আমি পরবর্তীতে আমার প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করতে পারছি।

আমার মনে হয় আর বলতে হবেনা সেলস ফানেল আসলে কি। আপনি অবশ্যই আমার উপড়ের আলোচনা থেকে বুঝে গেছেন।

সেলস ফানেল তৈরি এর জন্য আমার রিকমেন্ডেড সাইট সমূহের তালিকাঃ

ওয়েবসাইট কোম্পানি নাম কি পাবেন সাইট লিংক
NO #1



Thrive Architect

 

এই সার্ভিস সম্পর্কে বিস্তারিত জানতে ডান দিকের Visit Now বাটনে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইট দেখুন। VISIT NOW!
NO #2



Elementor

 

এই সার্ভিস সম্পর্কে বিস্তারিত জানতে ডান দিকের Visit Now বাটনে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইট দেখুন। VISIT NOW!
NO #3



ClickFunnels

 

এই সার্ভিস সম্পর্কে বিস্তারিত জানতে ডান দিকের Visit Now বাটনে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইট দেখুন। VISIT NOW!
NO #4



GrooveFunnels

 

এই সার্ভিস সম্পর্কে বিস্তারিত জানতে ডান দিকের Visit Now বাটনে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইট দেখুন। VISIT NOW!
NO #5



Leadpages

 

এই সার্ভিস সম্পর্কে বিস্তারিত জানতে ডান দিকের Visit Now বাটনে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইট দেখুন। VISIT NOW!
NO #6



Instapage

 

এই সার্ভিস সম্পর্কে বিস্তারিত জানতে ডান দিকের Visit Now বাটনে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইট দেখুন। VISIT NOW!
NO #7



Kartra

 

এই সার্ভিস সম্পর্কে বিস্তারিত জানতে ডান দিকের Visit Now বাটনে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইট দেখুন। VISIT NOW!
NO #8



GetResponse

 

এই সার্ভিস সম্পর্কে বিস্তারিত জানতে ডান দিকের Visit Now বাটনে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইট দেখুন। VISIT NOW!

উপড়ের যেই লিংক গুলো দেওয়া হয়েছে তার বেশিরভাগ লিংক -ই আমার এসোসিয়েট লিংক। আপনি উপড়ের লিংকগুলো থেকে সার্ভিস নিলে যদি কোন তথ্য প্রোয়জন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি চেষ্টা করবো আপনাকে সাহায্য করতে।

আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং এর পরিপূর্ণ গাইড লাইন চান তাহলে আমার এই ভিডিও কোর্স দেখতে পারেন।

এখানে ২০০+ স্টেপ বাই স্টেপ ভিডিও দেওয়া আছে।

অ্যাফিলিয়েট মার্কেটিং ফ্রি কোর্স (২০০+ ভিডিও)
অ্যাফিলিয়েট মার্কেটিং ফ্রি কোর্স (২০০+ ভিডিও)

Write A Comment