অনলাইন বিজনেস এর জন্য সেলস ফানেল তৈরি করতে চাচ্ছেন কিন্তু বুঝে উঠতে পারছেন না কি টুলস ব্যবহার করে সহজে ফানেল ডিজাইন করবেন?

হ্যাঁ, আপনার মত অনেকেই আছে যারা সঠিক সিধান্ত নিতে পারছেন না যে কি টুলস ব্যবহার করবো, কোনটি নতুনদের জন্য সহজ এবং কম খরচ পড়বে।

এজন্যই এই আর্টিকেল এ আমি আপনাকে বেস্ট একটি টুলস এর সাথে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি যেটা দিয়ে খুব সহজেই আপনি আপনার ডিজিটাল সেলস ফানেল তৈরি করে নিতে পারবেন।

এই সেলস ফানেল আপনার বিক্রিকে কয়েকগুনে বাড়িয়ে দিতে পারে।

অ্যাফিলিয়েট মার্কেটিং বা সিপিএ মার্কেটিং করতে গেলে আমাদের সেলস ফানেল খুব ই গুরুত্বপূর্ণ। এমনকি নিজের কোন পণ্য যদি অনলাইনে সেল করতে চান তাহলে নিজের ইউনিক একটি সেলস ফানেল এর বিকল্প নেই।

thrive-architect

(Thrive Architect) কি?

এটা হচ্ছে একটি ওয়ার্ডপ্রেস প্লাগিন যার মাধ্যমে আপনি কোন ধরনের কোডিং জ্ঞান ছাড়াই সুন্দর একটি ওয়েব পেজ ডিজাইন করতে পারবেন। আর মজার বিষয় হচ্ছে এটা ড্রাগ অ্যান্ড ড্রপ পেজ বিল্ডার। এর অর্থ হচ্ছে আপনি জাস্ট মাউস এর মাধ্যমে (Thrive Architect) এর এলিমেন্টগুলো টেনে টেনে আপনার পছন্দমত ডিজাইন যে কোন ভাবে সাজাতে পারবেন।

এছাড়া এই প্লাগিন এ পাবেন ১৫০+ প্রি ডিজাইন ল্যান্ডিং পেজ, আপনার সময় বাঁচাতে এবং প্রফেশনাল ডিজাইন করতে এই প্রি-ডিজাইন গুলো অনেক কাজে আসবে।

কেন (Thrive Architect) ব্যবহার করবেন?

আপনি যদি ডিজিটাল মার্কেটিং করেন তাহলে আমার মনে হয় আপনি সেলস ফানেল সম্পর্কে জানেন। যদি না জানেন তাহলে আপনি আমার এই পোষ্টটি (এখানে ক্লিক করুন) দেখতে পারেন।

আমরা যারা নতুন তাদের অনেকেই কোন ধরনের প্রোগ্রামিং বা কোডিং জানিনা। এজন্য একটা ল্যান্ডিং পেজ বা সেলস ফানেল তৈরি করাটা আমাদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং একটি পার্ট। আর যদি আসি প্রফেশনাল সেলস ফানেল এর কথা তাহলে তো রীতিমত মাথায় হাত দেবার অবস্থা।

আরো সেলস ফানেল বিল্ডার সম্পর্কে জানতে এই আর্টিকেল টি পড়ুন – সেলস ফানেল তৈরি এর জন্য আমার রিকমেন্ডেড সাইট সমূহের তালিকা

এই অবস্থায় (Thrive Architect) প্লাগিন এর কোন বিকল্প নেই। আমরা খুব সহজেই আমাদের দর বড় ফানেল তৈরি করা দরকার এই ওয়ার্ডপ্লেস প্লাগিন এর মাধ্যমে করে নিতে পারি। আর হ্যাঁ, এটা ওয়ার্ডপ্রেস প্লাগিন হবার কারণে আর সহজে আমাদের ওয়েবসাইট ডিজাইন এবং সেলস ফানেল এর কাজ একসাথেই করে নিতে পারি এই প্লাগিন এর মাধ্যমে।

থ্রাইভ আর্কিটেক্ট অফিসিয়াল প্রাইসিং

থ্রাইভ আর্কিটেক্ট আগে মূলত আলাদা ভাবে কেনা যেত আর প্রাইস ছিল ৬৭ ডলার (১টা ওয়েব সাইট এর জন্য) কিন্তু এখন Thrive Theme কোম্পানি তাদের সব প্রোডাক্ট মেম্বারশিপ প্যাকেজে নিয়ে গেছে। আপনি যদি এই প্লাগিন ব্যবহার করতে চান তাহলে বছরে আপনাকে ২২৮ ডলার করে পে করতে হবে।

thrive-architect-pricing

লাজুক কর্পো. লিমিটেড থেকে নিলে আপনার খরচ পড়বে ১৫০০ টাকা

আপনি ১টা সাইটের জন্য লাইসেন্স এক্টিভেশন পাবেন এবং লাইফটাইম আপডেট পাবেন। আপনি অনেক জায়গাতেই GPL লাইসেন্স এর প্লাগিন পাবেন তবে সেই প্লাগইন গুলতে অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে এবং সেটা আপনার সাইট এর জন্য ভালো হবেনা।

এজন্য অবশ্যই জেনুইন লাইসেন্স ভার্সন কিনে নেবার জন্য আপনাকে সাজেস্ট করবো।

[su_button url=”https://app.lazukhasan.com/checkout/2″ target=”blank” size=”5″]থ্রাইভ আর্কিটেক্ট লাইসেন্স ভার্সন কিনতে ক্লিক করুন[/su_button]

কিভাবে অর্ডার করবেন?

আপনি যদি আমাদের এই প্লাগিন টি কিনতে চান তাহলে প্রথমে নিচের লিংক থেকে পেমেন্ট কনফার্ম করুন এবং পেমেন্ট কনফার্ম হলে আমাদের সাপোর্ট টিম আপনার ওয়েবসাইটে অফিসয়াল লাইসেন্স সেটআপ করে দেবে। অর্ডার প্রসেস কিভাবে করবেন নিচের ভিডিও দেখলে আর ভালোভাবে বুঝতে পারবেন।

[su_youtube url=”https://www.youtube.com/watch?v=yqWX86uT5jM” width=”820″ height=”420″]

অর্ডার করতে এখানে ক্লিক করুন

আপনার প্রশ্ন বা মতামত জানান

ধন্যবাদ সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার জন্য, আপনার সুবিধার জন্য অফিসিয়াল সাইট লিংক এখানে দেওয়া হচ্ছে এবং যদি আমাদের কাছ থেকে অর্ডার করতে চান তাহলে এখানে ক্লিক করে পেমেন্ট কনফার্ম করুন।

[su_button url=”https://app.lazukhasan.com/checkout/2″ target=”blank” size=”5″]থ্রাইভ আর্কিটেক্ট লাইসেন্স ভার্সন কিনতে ক্লিক করুন[/su_button]

যে কোন ধরনের প্রশ্ন বা মতামত কমেন্ট এ লিখতে পারেন।

ফ্রি অ্যাফিলিয়েট মার্কেটিং কোর্স

Write A Comment