নিজের ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন? নির্ভরযোগ্য প্রতিষ্ঠান খুঁজছেন?

ডিজিটাল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং, পার্সোনাল ব্লগ বা আপনার প্রতিষ্ঠানের জন্য ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন? তাহলে সবার আগে আপনার যা দরকার তা হচ্ছে ডোমেইন এবং হোস্টিং।

হ্যাঁ, আমরা দিচ্ছি নির্ভরযোগ্য ডোমেইন হোস্টিং সেবা যা কিনা আপনার অনলাইন ব্যবসাকে আর গতিশীল করবে।

ডোমেইন কি?

what-is-domain
what-is-domain

ওয়েবসাইট তৈরি করতে আমাদের সর্ব প্রথম যেটা দরকার পড়ে সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের নাম, আর এই নামটাকেই বলা হয় ডোমেইন। যেমন ধরুন “facebook.com” এবং এখানে “ফেসবুক” হচ্ছে ডোমেইনের নাম এবং “ডট কম” হচ্ছে টিএলডি (TLD – Top Level Domain)। এই নাম এবং টিএলডি মিলেই হয় একটি ডোমেইন অ্যাড্রেস।

ডোমেইন সবসময় ইউনিক হয়, আপনি যদি কোন ডোমেইন এর নাম সিলেক্ট করেন এবং রেজিস্ট্রেশন করেন, তাহলে ওই নাম বিশ্বের কেউই আর নিতে পারবে না যত দিন আপনি সেটা রিনিউ করে রাখবেন। এই ডোমেইন অ্যাড্রেস মূলত আপনার ব্লগ, ওয়েবসাইট বা ব্রান্ডকে রিপ্রেজেন্ট করে।

এখন প্রশ্ন আসে, ভাই আমি তো অনেক ধরনের ডোমেইন দেখেছি যেমন (.com, .net, .info ইত্যাদি)। এগুলো কি কাজে লাগে?

হ্যাঁ, এগুলোকে মূলত টিএলডি বলা হয়, অনেক অনেক টিএলডি আছে এবং এগুলো ওয়েবসাইটের ধরন বুঝতে অনেক সময় সাহায্য করে। যেমন বিশ্বের সব থেকে জনপ্রিয় টিএলডি হচ্ছে (.com)। এই টিএলডি মূলত কমার্শিয়াল কাজে ব্যবহার হয়।

আবার যেমন (.org) টিএলডি আছে, এটা কোন অর্গানাইজেশন এর জন্য হতে পারে, এবং খুব সহজেই আমরা সেটা টিএলডি দেখেই বুঝে নিতে পারি।

হোস্টিং কি?

what-is-web-hosting
what-is-web-hosting

প্রথম উদাহরণে চলে আসি (facebook.com). আমরা জেনেছি যে ডোমেইন হচ্ছে শুধুমাত্র একটি নাম। শুধু এই নাম দিয়ে ওয়েবসাইট তৈরি করা যায় না, আপনার এই নামটা কোন একটা সার্ভার কম্পিউটারের সাথে কানেক্ট করতে হবে, তা না হলে এই নাম দিয়ে কোন কাজ হবেনা।

হ্যাঁ, আমাদের এই ডোমেইন এর নামটা যেই সার্ভার এর সাথে কানেক্ট করতে হবে সেই সার্ভারকে আমরা বলি হোস্টিং সার্ভার।

হোস্টিং সার্ভার মূলত আমাদের কম্পিউটার এর মতই একটি কম্পিউটার, যেখানে ২৪ ঘণ্টা ইন্টারনেট কানেকশন থাকে এবং বিদ্যুৎ সরবরাহ থাকে। আমাদের ডোমেইন যেই কম্পিউটার এর সাথে কানেক্ট করা হবে সেটা যাতে কখনো বন্ধ না হয়, এজন্যই আমরা বিভিন্ন কোম্পানি থেকে এই ধরনের হোস্টিং সার্ভার কিনে থাকি।

এর কারণ হচ্ছে আপনার ওয়েবসাইট ২৪ ঘণ্টাই যেন লাইভ থাকে এবং যে কেউ এসে যাতে আপনার ওয়েবসাইট দেখতে পারে।

ডোমেইন হোস্টিং এর দাম কত?

একেক কোম্পানি একেক রকম প্রাইসে ডোমেইন হোস্টিং সার্ভিস বিক্রি করে থাকে। আপনার যদি ডুয়েল কারেন্সি ক্রেডিট কার্ড থাকে তাহলে আপনি বিশ্বের যে কোন কোম্পানি থেকে ডোমেইন হোস্টিং সেবা কিনে নিতে পারেন।

যদি না বোঝেন কোন কোম্পানি থেকে কিনলে ভালো হবে তাহলে নিচের লিংক থেকে সনামধন্য কোম্পানিগুলোর তালিকা দেখে নিতে পারেন।

ডোমেইন হোস্টিং এর জন্য আমার রিকমেন্ডেড সাইট সমূহের তালিকা

এখন আসুন আমাদের লাজুক কর্পো. লিমিটেড থেকে ডোমেইন হোস্টিং কিনতে আপনার খরচ কত পড়বে –

আমরা মূলত Namecheap কোম্পানি এর এসোসিয়েটেড পার্টনার হিসেবে কাজ করি। আমরা অন্য সকল কোম্পানি এর মত নিজেরা রিসেলার সার্ভার একাউন্ট নিয়ে সেটা ভেঙ্গে ভেঙ্গে বিক্রি করছিনা। আমরা আমাদের নিজেদের Namecheap এসোসিয়েট একাউন্ট থেকে আমাদের কার্ড দিয়ে ডোমেইন হোস্টিং কিনে দেই।

এখানে আমি ডোমেইন হোস্টিং বেসিক প্যকেজ এর প্রাইস এবং কি কি পাবেন এই প্যাকেজে সেটা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি ইনশাআল্লাহ্‌।

ডোমেইন হোস্টিং বেসিক প্যাকেজ – প্রাইস ২৮০০ টাকা

এই প্যাকেজে আপনি পাবেন একটি (.com) ডোমেইন এবং ২০ জিবি SSD হোস্টিং সার্ভার। সাথে ১ বছরের জন্য ফ্রি SSL সার্টিফিকেট আর সাথে কাস্টমার সাপোর্ট তো থাকছেই।

এই হোস্টিং প্যাকেজে আপনি চাইলে মোট ৩ টি ডোমেইন অ্যাড করতে পারবেন। এর অর্থ হচ্ছে আপনার যদি আরো ডোমেইন এর দরকার হয় তাহলে নতুন করে আলাদা হোস্টিং সার্ভার নিতে হবেনা, এই সার্ভারেই আপনি চাইলে নতুন ওয়েবসাইট কানেক্ট করে কাজ করতে পড়বেন।

আর এখানে ২০ জিবি স্পেস পাচ্ছেন, আপনি নিশ্চিন্তে যে কোন ধরনের স্টার্টআপ ওয়েবসাইট তৈরি করতে পারবেন। যেমন ব্লগিং, কোম্পানি সাইট বা ইকমার্স ইত্যাদি।

[su_button url=”https://app.lazukhasan.com/service/checkout/1″ target=”blank” size=”5″]ডোমেইন হোস্টিং কিনতে ক্লিক করুন[/su_button]

কিভাবে ডোমেইন হোস্টিং কিনবেন?

আপনার যদি ক্রেডিট কার্ড থাকে তাহলে নিচের ভিডিও টি দেখুন কিভাবে ডোমেইন কিনবেন।

[su_youtube url=”https://www.youtube.com/watch?v=17jeB4RohmQ” width=”820″ height=”420″]

ডোমেইন হোস্টিং এর জন্য আমার রিকমেন্ডেড সাইট সমূহের তালিকা । এই ভিডিওটি আমার কমপ্লিট অ্যাফিলিয়েট মার্কেটিং ভিডিও কোর্স থেকে নেওয়া হয়েছে। সম্পূর্ণ কোর্স টি দেখতে এখানে ক্লিক করুন

আপনি যদি লাজুক কর্পো. লিমিটেড থেকে ডোমেইন হোস্টিং কিনতে চান তাহলে নিচের ভিডিও টি দেখুন।

[su_youtube url=”https://www.youtube.com/watch?v=Hfm94aHAbYQ” width=”820″ height=”420″]

ডোমেইন হোস্টিং কিনতে এখানে ক্লিক করুন

আমাদের কাছ থেকে ডোমেইন হোস্টিং কিনলে কি পাবেন?

লাজুক কর্পো. লিমিটেড থেকে ডোমেইন হোস্টিং কিনলে আপনি আপনার হোস্টিং cPpanel লগইন এর তথ্য পাবেন। আপনি যখন আমাদের ডোমেইন এর নাম প্রদান করলেন তখন আপনার বেসিক কিছু কাজ আমরাই করে দেবো।

যেমন আপনার ডোমেইন হোস্টিং কিনে এর পর ডোমেইন হোস্টিং DNS এর মাধ্যমে কানেক্ট করে আপনাকে cPanel এর তথ্য আমরা ইমেইল এ প্রদান করবো।

আপনি cPanel এর তথ্য অনুযায়ী আপনার হোস্টিং সার্ভারে প্রবেশ করে আপনার সাইটের যাবতীয় কাজ নিজেই করে নিতে পারবেন।

তবে যদি ডোমেইন এর সেটিংস এর কোন কাজ থাকে তাহলে আমাদের সাপোর্ট টিমে ইমেইল করলে আমাদের সাপোর্ট টিম আপনার কাজ করে দেবে।

কোথা থেকে পরবর্তী বছর রিনিউ করবো?

আমাদের এখানে সব থেকে বড় সুবিধা হচ্ছে, আপনি যদি মনে করে থাকেন যে পরবর্তী বছর থেকে আপনি আপনার নিজের ক্রেডিট কার্ড দিয়ে ডোমেইন হোস্টিং রিনিউ করবেন তাহলে আমরা আপনাকে আপনার ডোমেইন হস্টিং এর অরনারশিপ ট্রানফার করে দিতে পারবো।

সেক্ষেত্রে আপনার Namecheap এ একটা একাউন্ট করে আমাদের সাথে যোগাযোগ করতে হবে। আমরা আমাদের একাউন্ট থেকে ডোমেইন হস্টিং আপনার একাউন্টে ট্রান্সফার করে দেবো এবং আপনি নিজেই পরবর্তী বছর থেকে রিনিউ করে নিতে পারবেন।

এই ট্রান্সফারের জন্য আপনাকে কোন টাকা প্রদান করতে হবেনা।

আর যদি আপনি চান আমরাই আপনার ডোমেইন হোস্টিং রিনিউ করে দেই তাহলে আমাদের পেমেন্ট করলে আমরা আপনার হয়ে আমাদের একাউন্ট থেকে এবং আমাদের কার্ড দিয়ে রিনিউ করে দেবো।

কত টাকা লাগবে পরবর্তী বছর থেকে?

Namecheap প্রথম বছর ডিস্কাউন্ট দেয় বিধায় আমরা প্রথম বছর অনেক কমেই ডোমেইন হোস্টিং দিতে পারি। পরবর্তী বছর থেকে আপনাকে একটু বেশি খরচ করতে হবে রিনিউ এর জন্য।

এখন আসুন রিনিউ প্রাইসিং সম্পর্কে বলি-

  1. হোস্টিং রিনিউ – Renews at $33.88/year
  2. ডোমেইন রিনিউ – Renewals at $12.98/yr
  3. SSL সার্টিফিকেট – $10.00/yr

সর্বমোট আসে $56.86 আমরা ডলার রেট রাখি ১০০ টাকা করে, তার মানে হচ্ছে পরবর্তী বছর থেকে ডোমেইন হোস্টিং রিনিউ করতে আপনার রেগুলার প্রাইস পড়বে ৫,৬৮৬ টাকা। (Namecheap এর প্রাইস এর সাথে আমাদের প্রাইস কিছুটা কমবেশি হতে পারে।)

অর্ডার করুন

আশা করি উপড়ের সম্পূর্ণ আর্টিকেল টি পড়ে আপনার সকল ধরনের প্রশ্নের সমাধান পেয়েছেন। এবং আপনি যদি কোন ধরনের ঝামেলা ছাড়া আপনার অনলাইন বিজনেস ওয়েবসাইট চালাতে চান এবং ১০০% ভালো সাপোর্ট চান তাহলে লাজুক কর্পো. লিমিটেড আপনাকে দিচ্ছে নির্ভরযোগ্য সেবা।

সংক্ষেপে লিংক গুলো আরেকবার জেনে নিন – ডোমেইন হোস্টিং এর জন্য আমার রিকমেন্ডেড সাইট সমূহের তালিকা এবং লাজুক কর্পো. লিমিটেড থেকে অর্ডার করতে নিচের বাটনে ক্লিক করুন।

[su_button url=”https://app.lazukhasan.com/service/checkout/1″ target=”blank” size=”5″]ডোমেইন হোস্টিং কিনতে ক্লিক করুন[/su_button]

ধন্যবাদ সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার জন্য এবং আপনার মূল্যবান সিন্ধান্ত নেবার জন্য। যে কোন বিষয়ে জানতে নিচে কমেন্ট করুন।

Write A Comment