আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে আমি আপনাকে আপনার ওয়ার্ডপ্রেস সাইট তৈরিতে সাহায্য করতে পারি এবং আপনার ওয়ার্ডপ্রেস সাইট ফ্রি ইন্সটল করে দিতে পারি।

বেশিরভাগ নতুন ব্লগারদের সমস্যা হচ্ছে তারা বুঝে উঠতে পারে না কোথা থাকে কি করবে, কিভাবে ডোমেইন হোস্টিং কিনবে, কিভাবে ওয়ার্ডপ্রেস সঠিকভাবে ইন্সটল করবে এবং কি কি বেসিক প্লাগিন দরকার। যখন আপনি ওয়েবসাইট এর কথা শুনেন তখন অনেকের ভেতর এই ভয়টা কাজ করে যে – আমি তো ভাই প্রোগ্রামিং জানিনা, কোন কোড জানিনা, আমি কি পারবো?

হ্যাঁ, অবশ্যই পারবেন যদি আপনার বয়স ১৫ বছর বা ৫৫ বছরও হয়ে থাকে কোন সমস্যা নেই আমার এই গাইড আপনাকে সাহায্য করবে।

এর পরও আপনি যদি না বুঝে থাকেন এবং নিজের উপর আস্থা না পান, তাহলে আমি আপনাকে ফ্রি ওয়ার্ডপ্রেস সেটআপ করে দেব এবং প্রোয়জনীয় সকল প্লাগিন সেটআপ করে দেবো।

কি কি কাজ করে দেবেন আমার সাইটে?

আমি প্রথমে আপনার দেওয়া কন্ট্রোল প্যানেল এর তথ্য অনুযায়ী আপনার সার্ভারে প্রবেশ করবো এবং এর পর যদি কোন অপ্রয়জনীয় ফাইল থাকে সেগুলো মুছে দেবো। এর পর সঠিকভাবে আপনার ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস ইন্সটল করবো।

এর পর ওয়ার্ডপ্রেস এর বেসিক কিছু কাস্টমাইজেশন করা হবে যা কিনা আপনার সাইটের জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ।

এর পর আপনার সাইটে জরুরী প্লাগিন গুলো ইন্সটল করে দেওয়া হবে, তবে সব প্লাগিন কনফিগার করা সম্ভব হবেনা কারণ কিছু প্লাগিন সেটআপ করতে হলে আপনার ইমেইল এ প্রবেশ করার তথ্য দরকার পরবে। এবং আপনি যদি চান সব প্লাগইন গুলই কনফিগার করে দেওয়া হোক, তাহলে সামান্য কিছু সার্ভিস চার্জ পেমেন্ট করে তা করে নিতে হবে।

আমরা যেই প্লাগিনগুলো ইন্সটল করবো তার তালিকাঃ
  • All 404 Redirect to Homepage
  • Antispam Bee
  • Classic Editor
  • Contact Form 7
  • Insert Headers And Footers
  • iThemes Security
  • Jetpack by WordPress.com
  • Site Kit by Google
  • Ultimate Nofollow
  • Wordfence Security
  • Yoast SEO

WP Rocket (এটা পেইড প্লাগিন, লাজুক কর্পো. লিমিটেড থেকে ডোমেইন হোস্টিং কিনলে এটা বোনাস হিসেবে সেটআপ এবং কনফিগার করে দেওয়া হবে)

কোন সার্ভিসে কি পাবো?

আমি বলেছি এটা সম্পূর্ণ ফ্রি সার্ভিস, এবং হ্যাঁ, আমি আপনাকে সাহায্য করার জন্য এখানে এই সার্ভিসটি অ্যাড করেছি। তবে আপনার যদি আর কোন সেবা দরকার পরে এজন্য কিছু প্যাকেজ, সুবিধা এবং প্রাইজিং নিয়ে বিস্তারিত কিছু ধারনা দিচ্ছি।

১। ফ্রি ওয়ার্ডপ্রেস ইন্সটল সার্ভিস

আপনি যদি আমার রেফার করা কোন কোম্পানি থেকে বা লাজুক কর্পো. লিমিটেড থেকে ডোমেইন হোস্টিং কিনে থাকেন, তাহলে আমরা আপনার ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস ইন্সটল, ফ্রি থিম এবং প্লাগিন ইন্সটল করে দেবো। এজন্য আমরা সময় নেবো ২৪-৭২ ঘণ্টা।

আপনি যদি লাজুক কর্পো. লিইটেড থেকে ডোমেইন হোস্টিং কিনতে চান তাহলে আমরা মূলত Namecheap.com এর সাথে কাজ করি। আপনার ডোমেইন হোস্টিং আমরা এখান থেকেই কিনে দেবো এবং তাদের যেই অফিসয়াল প্রাইস আসে সেটাই আমাদের পেমেন্ট করতে হবে। আপনি চাইলে যে কোন প্যকেজ কিনতে পারেন তবে আমরা ডলার রেট হিসেব করবো ১০০ টাকা করে।

আপনার সুবিধার জন্য একটা হিসেব দেই, আপনি যদি Namecheap থেকে বেসিক প্যকেজ টি কিনে থাকেন তাহলে এই মুহূর্তে প্রাইস আসবে ২৭.৫০ ডলার। আপনার ক্রেডিট কার্ড না থাকলে বিকাশ এর মাধ্যমে আমাদের পে করতে হবে ২৭৫০ টাকা এবং ৫০ টাকা ক্যাশআউট চার্জ।

প্রাইজিংঃ সম্পূর্ণ ইন্সটলেশন সার্ভিস (প্লাগিন গুলো আমরা ইন্সটল করে দেবো, সেগুলো আপনার নিজের কনফিগার করে নিতে হবে) – এখানে ডেমো কন্টেন্ট আপডেট দিয়ে দেওয়া হবে।

২। প্রিমিয়াম থিম এবং কনফিগারেশন প্যাকেজ

এই প্যাকেজে আপনি যে কোন জায়গা থেকেই ডোমেইন হোস্টিং কিনে নিতে পারেন কোন সমস্যা নেই, তবে আমাদের এখান থেকে কিনলে আমরা আপনাকে ২০ জিবি হোস্টিং, ১ টা .com ডোমেইন, ফ্রি SSL সার্টিফিকেট দেবো ১ বছরের জন্য।

এবং পাশাপাশি আমরা আপনার সাইটে ওয়ার্ডপ্রেস ইন্সটল করে (GeneratePress বা Genesis Aspire Pro Theme) প্রিমিয়াম অ্যাক্টিভ করে দেওয়া হবে। এর সাথে উপড়ের সকল প্রিমিয়াম প্লাগিন সেটআপ এবং কনফিগার করে দেওয়া হবে। এক কোথায় রেডি সাইট পাবেন, এবং ডেলিভারি পাবার পর সাথে সাথেই কাজ শুরু করতে পারবেন।

প্রাসিংঃ ৫,৫০০ টাকা (প্রতি বছর ৫,৫০০ টাকা দিয়ে রনিউ করে নিতে হবে) – এখানে ডেমো কন্টেন্ট এবং সকল প্লাগিন কনফিগার করে দেওয়া হবে। যদি কাস্টম লোগো দরকার পড়ে তাহলে সেটার জন্য ১০০০-১৫০০ টাকা প্রদান করতে হবে।

৩। কাস্টম ডিজাইন প্যাকেজ

এই প্যাকেজে আপনি চাইলে কাস্টম ডিজাইন করে আপনার সাইট তৈরি করে নিতে পারবেন। আপনার পছন্দমত কোম্পানি, ব্লগ বা ইকমার্স সাইট তৈরি করতে পারবেন। আমাদের দক্ষ টিম আপনার প্রোজেক্ট এর জন্য কাজ করবে। এই প্যাকেজের প্রাসিং শুরু ১৫,০০০ টাকা থেকে – ৭০,০০০ টাকা।

আপনার যদি কোন কাস্টম প্রোজেক্ট থাকে আপনি সরাসরি এই নাম্বারে (8801711946847 – 11am to 6pm) কল করে অনলাইন লাইভ মিটিং এর জন্য রিকোয়েস্ট করতে পারেন।

কিভাবে সার্ভিসটি নিতে পারি?

আপনার প্রথম কাজ হবে আমার রেফার করা কোম্পানি অথবা লাজুক কর্পো. লিমিটেড থেকে আপনার ডোমেইন হোস্টিং সেবাটি কিনে নেওয়া। যদি আপনি আমাদের রেফার করা কোম্পানি থেকে ডোমেইন হোস্টিং কিনে থাকেন তাহলে তারা আপনাকে আপনার একাউন্ট এর যে লগইন ডিটেলস দেবে সেটা আমারদেরকে ইমেইল করতে হবে।

আর যদি আপনি লাজুক কর্পো. লিমিটেড থেকে ডোমেইন হোস্টিং কিনে থাকেন, তাহলে আমাদের সব কাজ শেষ করার পর আপনার হোস্টিং সার্ভারে প্রবেশ এর সকল তথ্য এবং আপনার ওয়ার্ডপ্রেস সাইটের লগইন এর সকল তথ্য দিয়ে দেওয়া হবে।

বিঃদ্রঃ সিকিউরিটি ইস্যু

অনেকেই ভাবছেন আমার একাউন্ট এর বিস্তারিত তথ্য যদি দেই তাহলে আমার কোন সমস্যা হবেনা তো? জি না, কোন সমস্যা হবেনা, কারণ আপনার একাউন্ট এর সকল তথ্য আপনি যে কোন সময় পরিবর্তন করে নিতে পারবেন।

এবং আমাদের মাধ্যমে সেটআপ করে নিলে আপনি যেই তথ্য আমাদের দেবেন সেটা ২৪ ঘণ্টা পর আমাদের সার্ভার এনং ইমেইল থেকে আমরা পার্মানেন্ট ভাবে মুছে ফেলবো।

আপনার কোন তথ্য আমাদের কাছে থাকবেনা। এবং কাজ শেষ হয়ে গেলে আপনি আপনার একাউন্ট এর তথ্য পরিবর্তন করে নেবেন।

উপড়ের প্লাগিন গুলোর কাজ কি?

একেকটা প্লাগিন একেক কাজ করে, এই ১টা আর্টিকেল এ আপনাকে সব বিষয়গুলো বোঝানো সম্ভব হবেনা, এজন্য আপনি দয়া করে আমাদের ওয়ার্ডপ্রেস প্লাগিন ক্যাটাগরির পোষ্টগুলো পড়লে সহজে বুঝতে পারবেন, এবং আমাদের সব আর্টিকেল -এ আমরা চেষ্টা করেছি ভিডিও গাইড দেবার যাতে করে সবার বুঝতে সহজ হয়।

ওয়ার্ডপ্রেস প্লাগিন ক্যাটাগরি দেখতে এখানে ক্লিক করুন

আমার সাইট দেখতে কেমন হবে?

আমি আপনাকে মূলত ওয়ার্ডপ্রেস এবং প্লাগিন ইন্সটল এর ক্ষেত্রে সাহায্য করছি। সাইট ডিজাইন সম্পূর্ণ আলাদা একটা বিষয়। আপনি যদি আপনার সাইটের প্রফেশনাল ডিজাইন চান তাহলে অবশ্যই সেটা আপনাকে নিজের করে নিতে হবে অথবা লাজুক কর্পো. লিমিটেড এর ওয়েব ডেভলপার টিম এর সাহায্য নিয়ে করতে হবে। এখানে আপনাকে সামান্য কিছু সার্ভিস চার্জ পেমেন্ট করতে হবে।

তবে আমার ফ্রি ওয়ার্ডপ্রেস ইন্সটলেশন সার্ভিসে যেই ডিজাইন টা করে দেওয়া হবে তা দিয়ে আপনি ব্লগিং শুরু করতে পারবেন এবং এটা আপনার ব্লগিং জার্নি শুরু করার ক্ষেত্রে যথেষ্ট।

এই লিংক থেকে দেখে নিতে পারেন আপনার সাইটের ডিজাইন কেমন হবে।

জি, আমার সেটআপ টা করে দিন

ধন্যবাদ, আপনার সঠিক সিধান্ত নেবার জন্য। আপনি যদি রেডি থাকেন তাহলে নিচের স্টেপ গুলো ফলো করুন এবং আগে থেকে বলে রাখি আপনার সাইট সেটআপ করতে নুন্যতম ২৪ ঘণ্টা থেকে ৭২ ঘণ্টা সময় দরকার পড়বে।

(যদি আপনার প্রিমিয়াম ডিজাইন দরকার পড়ে তাহলে আমাদের টিমের সাথে যোগাযোগ করুন –  অথবা সরাসরি কল করুন (লাজুক হাসান) 8801711946847 (সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত)

ফ্রি ওয়ার্ডপ্রেস ইন্সটলেশন সার্ভিসের জন্য ইমেইল করুনঃ lazukcorpltd@gmail.com

6 Comments

  1. James Mahmud Reply

    I did your free affiliate course. Now I want to build a website. I need a domain and hosting. How much does it cost to get it from you? How much service will you provide in the course you have suggested to build a website?

  2. James Mahmud Reply

    How Much Money Do I Have To Pay If I Want To Get Domain-Hosting From Your Company For Building An Affiliate Marketing Website?

Write A Comment