ওয়েবসাইটে ভিজিটর পাচ্ছেন এবং সেলস ও পাচ্ছেন, খুবই ভালো কথা কিন্তু আপনি কি জানেন কোন ভিজিটর আপনার প্রোডাক্টটি কিনছে, কোন জায়গা থেকে ভিজিটর এসে প্রোডাক্টটি কিনছে? আর কোন ভিজিটরই বা আপনার সাইটে আসছে কিন্তু প্রোডাক্ট কিনছে না?
হ্যাঁ, এসব উত্তরের জন্যই আপনার লিংক ট্র্যাকিং সার্ভিস দরকার।
এটা শুধুমাত্র আপনার সেলস ট্র্যাকিং এর জন্য না, আপনি যখন কোন ফ্রি বা পেইড ক্যাম্পেইন করছেন তখন কোন অ্যাড কেমন রেজাল্ট এনে দিচ্ছে সেটাও জানতে পারবেন এইসকল ট্র্যাকিং টুলস ব্যবহার করলে।
ক্লিক এবং লিংক ট্র্যাকিং এর জন্য রিকমেন্ডেড সাইট সমূহের তালিকাঃ
ওয়েবসাইট | কোম্পানি নাম | কি পাবেন | সাইট লিংক |
---|---|---|---|
NO #1
|
ClickMagick
|
এখানে পাচ্ছেন ১৪ দিনের ফ্রি ট্রায়াল এবং এর পর ৩৭ ডলার প্রতি মাসে পে করতে হবে। | VISIT NOW! |
NO #2
|
Voluum
|
প্রতি মাসে ৬৯ ডলার পে করতে হবে, ১০ লক্ষ্য ইভেন্ট ট্র্যাকিং করতে পারবেন প্রতি মাসে। | VISIT NOW! |
NO #3
|
Trck.Me
|
প্রতি মাসে ৩৯ ডলার পে করতে হবে, এখানে আপনি আনলিমিটেড ইভেন্ট ট্র্যাকিং করতে পারবেন। | VISIT NOW! |
NO #4
|
RedTrack
|
১৪ দিনের ফ্রি ট্রায়াল পাবেন, এবং এর পর থেকে প্রতি মাসে ২৪৯ ডলার পে করতে হবে। | VISIT NOW! |
NO #5
|
Improvely
|
১৪ ডলার ফ্রি ট্রায়াল এর পর থেকে ২৯ ডলার প্রতি মাসে পে করতে হবে, মাসে ১০০০০ ইভেন্ট ট্র্যাকিং করা যাবে। | VISIT NOW! |
NO #6
|
ClickMeter
|
২৯ ডলার প্রতি মাসে পে করতে হবে, ২৫০০০ ইভেন্ট ট্র্যাকিং করা যাবে প্রতি মাসে। ৩০ দিনের মানি ব্যাক গ্যারান্টি। | VISIT NOW! |
NO #7
|
LinkTrackr
|
৪৭ ডলার প্রতি মাসে পে করতে হবে, ৫০০০ লিংক তৈরি করতে পারবেন এবং ৫ লক্ষ্য ইভেন্ট ট্র্যাকিং করা যাবে প্রতি মাসে। | VISIT NOW! |
NO #8
|
BeMob
|
ফ্রি একাউন্ট করতে পারবেন, এবং প্রতি মাসে ১ লক্ষ্য ইভেন্ট ট্র্যাকিং করতে পারবেন। তবে ক্রেডিট কার্ড অ্যাড থাকতে হবে। | VISIT NOW! |
NO #9
|
Bitly
|
এখানে ফ্রি একাউন্ট করে কাজ করতে পারবেন এবং পেইড সাবক্রিপশন নিলে মাসে ২৯ ডলার পে করতে হবে। | VISIT NOW! |
উপড়ের যেই লিংক গুলো দেওয়া হয়েছে তার বেশিরভাগ লিংক -ই আমার এসোসিয়েট লিংক। আপনি উপড়ের লিংকগুলো থেকে সার্ভিস নিলে যদি কোন তথ্য প্রোয়জন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি চেষ্টা করবো আপনাকে সাহায্য করতে।
আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং এর পরিপূর্ণ গাইড লাইন চান তাহলে আমার এই ভিডিও কোর্স দেখতে পারেন।
এখানে ২০০+ স্টেপ বাই স্টেপ ভিডিও দেওয়া আছে।
3 Comments
i need
please contact 01711946847
Now a days I studying your Affiliate Marketing Courses. I Assessed you & I think you are so expert in IT Sector. And You are also a dedicated person to people. By the by I have a question to you that “Do you know error log solution in word press website” ? One More query also – I signed up payoneer account by your mention link. But Untill no confirmation from payoneer.