আপনার ওয়েবসাইটে মেনুয়ালী ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে চাচ্ছেন? তাহলে এই আর্টিকেল আপনাকে স্টেপ বাই স্টেপ গাইড করবে কিভাবে আপনার সাইটের মূল ডিরেক্টরিতে বা সাব-ডিরেক্টরিতে মেনুয়ালী ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে পারেন।

ওয়ার্ডপ্রেস কি?

wordpress-website-homepage-image

ওয়ার্ডপ্রেস ইন্সটল করার আগে ওয়ার্ডপ্রেস সম্পর্কে আমারদের একটু বেসিক ধারনা নিতে হবে।  ওয়ার্ডপ্রেস হচ্ছে জনপ্রিয় একটি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম।  সহজভাবে বলতে গেলে ওয়ার্ডপ্রেস হচ্ছে একটি সফটওয়্যার যার মাধ্যমে আমরা ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে পারি।  আমরা যারা ওয়েবসাইট কোডিং করতে জানিনা তাদের জন্য ওয়ার্ডপ্রেস হচ্ছে এমন একটি স্ক্রিপ্ট যার মাধ্যমে খুব সহজেই আমরা ওয়েবসাইট তৈরি করতে পারি।

এছাড়া ওয়ার্ডপ্রেসে আছে অনেক ফ্রি এবং পেইড প্লাগিন যেই প্লাগিনগুলোর মাধ্যমে আমাদের প্রয়োজন মত সাইট কাস্টমাইজ করতে পারি।  এছাড়া আরো অনেক অনেক সুবিধা আছে যা কিনা এই একটি আর্টিকেল এ ব্যাখ্যা করা সম্ভব নয়।

শুধু এইটুকু জানলেই হচ্ছে আমাদের মত নন টেকনিক্যাল পারসোনের জন্য ওয়ার্ডপ্রেস হচ্ছে সবথেকে বেস্ট সল্যুশন।

কিভাবে ওয়ার্ডপ্রেস মেনুয়ালী ইন্সটল করবেন

আপনি যদি মেনুয়ালী ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে চান তাহলে প্রথমে WordPress অফিসিয়াল সাইট থেকে ওয়ার্ডপ্রেস ফাইলগুলোর লেটেস্ট ভার্সন ডাউনলোড করে নিন।  এর পর ওই ফাইলটি আপনার cPanel এ আপলোড করে নিন।

সম্পূর্ণ বিষয়টি সহজে বোঝার জন্য নিচের ভিডিওটি দেখুনঃ

[tcb-script src=”https://apis.google.com/js/platform.js”][/tcb-script]

আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ওয়ার্ডপ্রেস মেনুয়ালী আমাদের সার্ভারে সেটাপ করতে পারি।  এর থেকে সহজ পদ্ধতি হচ্ছে অটোমেটিক ইন্সটল।  আপনি এই লিঙ্ক থেকে দেখে নিতে পারেন কিভাবে শুধুমাত্র কয়েক ক্লিকেই আমাদের সাইটে ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে পারি।

আপনার ওয়েবসাইট না থাকলে আপনি ম্যাবস্ আই.টি থেকে প্রিমিয়াম কোয়ালিটি ডোমেইন এবং হোস্টিং সেবা নিতে পারেন।

Recommendation

আপনি যদি ফ্রিলান্সিং বা ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়তে চান তাহলে ম্যাবস্ আই.টি আপনাকে অনেকভাবেই সাহায্য করবে এবং আপনি চাইলে ম্যাবস্ আই.টি ফ্রি মেম্বারশিপ নিয়ে আগে মেম্বার্স প্যানেলের বিস্তারিত দেখতে পারেন।

এখানে অনেক ফ্রি কোর্সও আপনি পাবেন সেগুলো আগে দেখুন এর পর যদি আপনি মনে করেন ম্যাবস্ আই.টি আপনাকে সাহায্য করবে তাহলে মেম্বারশিপ আপগ্রেড করে নিতে পারবেন।

ফ্রি একাউন্ট করে নিতে এখানে ক্লিক করুন

FAQ

আমার এই পোস্ট যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পোস্টটি শেয়ার করুন এবং আপনার যদি কোন ধরনের প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন আমরা চেস্টা করবো আপনার প্রশ্নের উত্তর দিতে।

Write A Comment