নিজের ওয়েবসাইটে আর্টিকেল লিখে অনলাইন থেকে টাকা ইনকাম করতে চাচ্ছেন? আমাকে অনেকেই প্রশ্ন করেন ভাই কিভাবে আমি আমার ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করতে পারি।  এই প্রশ্নের উত্তর নিয়েই আমার এই আর্টিকেল।  এখানে আমি চেস্টা করবো আপনাকে খুব ভালো একটি আইডিয়া দেবার যাতে করে আপনি আপনার ওয়েবসাইট থেকে ইনকাম করার মাধ্যমগুলো জানতে পারেন।

বিস্তারিত বিষয়ে যাবার আগে প্রথমে কিছু বিষয় আমাদের জানতে হবে।  ওয়েবসাইট থেকে ইনকাম করার অনেক অনেক মাধ্যম আছে।  যখন আপনি শুরু করবেন তখন যে কোন ১ টি বিষয় নিয়ে কাজ শুরু করবেন এবং সেখানে ইনকাম শুরু হলে অন্য ম্যাথড ট্রাই করবেন।

আমাদের এই আর্টিকেল এ আমি বলতে যাচ্ছি আপনি আর্টিকেল এর মাধ্যমে কিভাবে টাকা ইনকাম করতে পারেন।

অ্যাফিলিয়েট মার্কেটিং

আপনি আপনার ওয়েবসাইট বা ব্লগ সাইটে আর্টিকেল এর মাধ্যমে অ্যাফিলিয়েট করতে পারেন।  আশা করি অ্যাফিলিয়েট মার্কেটিং কি এই বিষয়ে আপনার ধারনা আছে।  বেসিক আইডিয়া এর জন্য আবারো একটু বলছি অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে এমন এক ধরনের মার্কেটিং সিস্টেম যেখানে আপনি চাইলে অন্যের পণ্যের কমিশন বেজ মার্কেটিং করতে পারেন এবং খুব সহজেই টাকা ইনকাম করতে পারেন।

how-to-work-affiliate-markeing-systemhow-to-work-affiliate-markeing-system

আপনি যখন আর্টিকেল লিখছেন তখন প্রয়োজনের তাগিদেই অনেক অনেক পণ্য বা সেবার রেফারেন্স দিতে হয়।  যেমন হতে পারে ব্লগিং এর জন্য ভালো প্রফেশনাল ওয়ার্ডপ্রেস থিম বা প্লাগিন।  আপনি আর্টিকেলটি পরিপূর্ণ করার জন্য এবং আপনার রিডারকে সাহায্য করার জন্য বিভিন্ন বিষয়ের রেফারেন্স দিচ্ছেন কিন্তু সেখানে আপনার কোন লাভ হচ্ছেনা।

আপনি চাইলেই এই রেফারেন্স এর মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন এবং যেই প্রোডাক্ট বা সেবা রেফারেন্স দিচ্ছেন আগে দেখে নিন তাদের অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে কিনা।  যদি থাকে তাহলে আগে ফ্রি অ্যাফিলিয়েট একাউন্ট করে আপনার রেফারেন্স লিঙ্ক নিয়ে এর পর আপনার আর্টিকেল এ অ্যাড করে দিন।

এতে করে আপনার আর্টিকেলও পরিপূর্ণতা পাচ্ছে এবং পাশাপাশি আপনারও ইনকাম হচ্ছে।

[tcb-script src=”https://apis.google.com/js/platform.js”][/tcb-script]

সিপিএ মার্কেটিং

আপনি চাইলে অ্যাফিলিয়েট মার্কেটিং এর পাশাপাশি আপনার ব্লগের বা আর্টিকেল এর মাধ্যমে সিপিএ মার্কেটিং করতে পারেন।  সিপিএ মার্কেটিং সম্পর্কে যদি না জানেন তাহলে এই লিঙ্ক থেকে এই বিষয়ে অনেক তথ্য পাবেন।

সিপিএ মার্কেটিং বলতে বুঝায় কস্ট পার অ্যাকশন।  আপনার মাধ্যমে যদি কোন অ্যাকশন ফুলফিল হয়ে থাকে তাহলে আপনি একটি নির্দিষ্ট অ্যামাউন্ট এর কমিশন পাবেন।  আমি সিপিএ সম্পর্কে এখানে এত বিস্তারিত বলছিনা কারন আমি আমার অন্য বেশ কিছু আর্টিকেলে এই বিষয়ে লিখেছি

আপনি আপনার আর্টিকেল এর ভেতর বিভিন্ন হাইপারলিঙ্ক বা ব্যনার ব্যবহার এর মাধ্যমে সিপিএ করতে পারেন।  আবার কোন ফাইল আপলোড করে সেই ফাইল কন্টেন্ট লক এর মাধ্যমেও সিপিএ মার্কেটিং করতে পারেন।

ইউটিউব অ্যাডসেন্স

আপনি হয়তোবা ভাবছেন আমি তো মূলত আমার নিজের ওয়েবসাইটে আর্টিকেল লিখছি এই আর্টিকেল থেকে কিভাবে ইউটিউব অ্যাডসেন্স থেকে টাকা ইনকাম করা যাবে? হ্যা, এটা সম্ভব।  আমার প্রায় প্রতিটি ব্লগ পোস্ট এ হয়তোবা দেখেছেন আমি ১ টা ভিডিও অ্যাড করার চেস্টা করি।  আপনি চিন্তা করুন আপনি যখন আমার কোন আর্টিকেল এ ভিডিও আছে দেখেন তখন আপনি কি আমার আর্টিকেল পড়েন নাকি সরাসরি ভিডিও দেখা শুরু করে দেন?

আমার মনে হয় ৮০%-৯০% লোকই বলবে ভিডিও দেখা শুরু করি।  হ্যা, এখানেই মূল সিক্রেট।  যখনই কোন ভিজিটর আমার সাইটে আসে আমি চেস্টা করি কোন না কোন ভাবে লাভবান হতে এবং এজন্যই আমি প্রতিটি পোস্ট এ একটি ভিডিও রাখি।

আপনি যখন ভিডিও দেখছেন তখন আমি ইউটিউব অ্যাডসেন্স থেকে অল্প কিছু হলেও টাকা ইনকাম করে থাকি।  আর ঠিক আমার মতই আপনিও চাইলে আপনার আর্টিকেল এ নিজের ভিডিও অ্যাড করে ইউটিউব অ্যাডসেন্স এর মাধ্যমে টাকা ইনকাম করতে পারেন।

এছাড়াও আরো নিজের আর্টিকেল থেকে আরো অনেক অনেক ইনকাম করার মাধ্যম আছে।  আশা করি বুঝতে পেরেছেন। এখন চলে আসুন এই লিঙ্কে এবং জেনে নিন পরবর্তী স্টেপ এ আপনার করনীয় কাজ কি হবে।

স্টেপ বাই স্টেপ গাইড চাই

আপনি যদি ফ্রিলান্সিং বা ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়তে চান তাহলে ম্যাবস্ আই.টি আপনাকে অনেকভাবেই সাহায্য করবে এবং আপনি চাইলে ম্যাবস্ আই.টি ফ্রি মেম্বারশিপ নিয়ে আগে মেম্বার্স প্যানেলের বিস্তারিত দেখতে পারেন।

এখানে অনেক ফ্রি কোর্সও আপনি পাবেন সেগুলো আগে দেখুন এর পর যদি আপনি মনে করেন ম্যাবস্ আই.টি আপনাকে সাহায্য করবে তাহলে মেম্বারশিপ আপগ্রেড করে নিতে পারবেন।

ফ্রি একাউন্ট করে নিতে এখানে ক্লিক করুন

FAQ

আমার এই পোস্ট যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পোস্টটি শেয়ার করুন এবং আপনার যদি কোন ধরনের প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন আমরা চেস্টা করবো আপনার প্রশ্নের উত্তর দিতে।

Write A Comment