আমার অনেক ফলোয়ার এবং সাবস্ক্রাইবারদের রিকোয়েস্ট এ এই পোস্টটি প্রকাশ করছি।  আমরা যারা বাংলাদেশ এ আছি এবং ফ্রিলান্সিং বা অনলাইন পেশায় আছি তাদের অনেক বড় একটা সমস্যা হচ্ছে পেমেন্ট।  আমরা পেপাল তো খুজেই পাচ্ছিনা বাংলাদেশে। আর পেপালের নামে বাড় বাড় চলে আসে জুম সেবা।

EBL Aqua Prepaid Card

আমি আমার এই লিখায় যেই বিষয়টি আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা কিভাবে ঝামেলা মুক্ত প্রি-পেইড কার্ড করতে পারি এবং অবশ্যই সেটা বাংলাদেশ থেকে।

হ্যা, বাংলাদেশ থেকে আপনার ক্রেডিট কার্ড করার সহজ এবং সুন্দর ব্যবস্থা নিয়ে আমি লিখছি।  বর্তমান সময়ে Freelancer ও অনলাইনে কেনাকাটার জন্য বেশ জনপ্রিয়ও ও সহজলোভ্য মাধ্যম হলো EBL Aqua Prepaid Card.

এটি একটি প্রিপেইড কার্ড. কার্ডটিতে ডুয়েল কারেন্সি একটিভেট করা যায় আর তাই দেশে-বিদেশে সকল প্রকার online বা offline payment এর ক্ষেত্রেই এটি ব্যাবহার করা যায়।  অনলাইন থেকে টাকা এই কার্ডে ট্রান্সফার করারও সুবিধা আছে।

তাই যারা যারা কার্ডটি নিতে চাচ্ছেন তাদের জন্য খুব সাধারন কিছু নির্দেশনা বর্ণনা করছি-

কার্ড নিতে আপনার যা যা প্রোয়জন হবেঃ

  • ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের ফটোকপি (সত্যায়িত না হলেও চলবে)
  • ২ কপি পাসপোর্ট সাইজের ছবি
  • আপনার পাসপোর্ট (ডলার এনডোর্সমেন্টের জন্য)
  • কার্ড ফি ৫০০ টাকা+ভ্যাট ৭৫ টাকা

যেভাবে আবেদন ও কার্ডে রিচার্জ করবেনঃ

১) প্রথমে আপনার নিকটস্থ Estern Bank Limited এর শাখায় গিয়ে কার্ড ডিপার্টমেন্টে যোগাযোগ করুন। আপনাকে বেশ কয়েকটি ফর্ম পূরন করতে হবে।  দেখে নিন আপনার পূরনকৃত ফর্ম গুলোর মধ্যে E-commerce Enrollment Form টি আছে কি না।  না থাকলে ওনাদের কাছ থেকে ফর্মটি নিয়ে পূরন করে নিন। অতঃপর আপনার ছবি, ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের ফটোকপি সহ ক্যাশ কাউন্টারে গিয়ে ৫৭৫ টাকা জমা দিয়ে পুনরায় কার্ড ডিপার্টমেন্টে এসে সব কাগজগুলো জমা দিন।  সবকিছু জমা নিয়ে সাথে সাথেই আপনাকে কার্ডটি প্রদান করা হবে। (বিঃদ্রঃ- এই দিন আপনার পাসপোর্টের কোন প্রয়োজন নেই)

২) কাগজ-পত্র জমা দেওয়ার পর সেগুলোর verification এর জন্য প্রায় সপ্তাহ খানেক লেগে যায়।  ভেরিফিকেশান হয়ে গেলে আপনি আপনার ফোনে সাধারনত মেসেজ পাবেন, যদি না পান তবে ১ সপ্তাহ পর ১৬২৩০ নম্বরে কাস্টোমার কেয়ারে যোগাযোগ করুন।  যদি মেসেজ পেয়ে থাকেন তবুও কাস্টোমার কেয়ারে যোগাযোগ করুন। কারনটা বলছি।

৩) মেসেজ আসলে বা কাস্টোমার কেয়ার ভেরিফিকেশান কনফার্ম করলে কাস্টোমার কেয়ার প্রতিনিধিকে অবশ্যই জিজ্ঞেস করুন E-commerce Enrollment Form টি ভেরিফাই হয়েছে কিনা।  যদি হয়ে থাকে তো ভালো কথা আর না হয়ে থাকলে বাংকে গিয়ে আবার ফর্মটি পূরন করতে হবে।  তবে শুধুমাত্র এই ফর্মটি ফিলাপ করার জন্যই যাওয়ার কোন প্রয়োজন নেই। সাথে করে পাসপোর্ট আর যত টাকা রিচার্জ করতে চান তা সাথে করে নিয়ে যান।

৪) এবার বাংকে গিয়ে আবার কার্ড ডিপার্টমেন্টে যান এবং সেখান থেকে আপনার পাসপোর্টে এন্ডোর্স করিয়ে নিন।  (বিঃদ্রঃ- এন্ডোর্সমেন্টের লিমিট- সার্কে ৫,০০০ USD আর নন-সার্কে ৭,০০০ USD)।  আপনি আপনার প্রয়োজন মত এন্ডোর্স করিয়ে নিন। যদি কম করান তবে সমস্যা নেই, পরে বাড়িয়ে নিতে পারবেন।

৫) কার্ডে ডলার রিচার্জের ক্ষেত্রে অবশ্যই ডিপোজিট স্লিপের ডলার পার্টে টাকার পরিমান উল্লেখ করুন।  আবার সতর্কতার জন্য ক্যাশে জমা দেওয়ার সময় টাকা গ্রহনকারী ব্যাক্তিকে আপনি কার্ডের ডলার পার্টে টাকা রিচার্জ করতে চাচ্ছেন তা উল্লেখ করুন।

(বিঃদ্রঃ– স্বভাবতই ডলারের মূল্য একেক দিন একেক রকম থাকে।  কিছুদিন আগে আমি যখন রিচার্জ করলাম তখন ১ ডলার = ৮৩.৫০ টাকা ছিলো)

৬) সবশেষে অবশ্যই আপনার প্রথমবার ট্রাঞ্জেকশানের পূর্বে পুনরায় কাস্টোমার কেয়ারে কল করে আপনার কার্ডের অনলাইন পার্টটি ওপেন করে দিতে অনুরোধ করুন। সবকিছু ঠিকঠাক থাকলে সাথে সাথেই আপনি অনলাইনে লেনদেন শুরু করতে পারবেন।

বলতে ভুলে গিয়েছিলাম, সব Master Card এর মতই এই কার্ডের মেয়াদ ৩ বছর।​

তথ্য প্রদানে এবং আমার এই লিখার সম্পূর্ণ ক্রেডিট Tasif Alam , যে কিনা আপনার জন্য এই সুন্দর একটি নির্দেশনা দিয়ে আমাকে এবং আপনাদেরকে সহয়তা করেছেন।  আর সাথে Shahin Najafi কেও অনেক অনেক ধন্যবাদ আমাকে এই লিখাতে সাহায্য করার জন্য।

EBL এর অফিসয়াল পেজ থেকে আরো বিস্তারিত জানতে এখানে দেখুন।

বিঃদ্রঃ পোস্টটি আপনার ভালো লাগলে অবশ্যই ফেসবুক এবং অন্যন্য সোস্যাল সাইটে শেয়ার করতে ভুলবেন না।  আর সাথে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন।

Source: লাজুক ডট নেট

Recommendation

আপনি যদি ফ্রিলান্সিং বা ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়তে চান তাহলে ম্যাবস্ আই.টি আপনাকে অনেকভাবেই সাহায্য করবে এবং আপনি চাইলে ম্যাবস্ আই.টি ফ্রি মেম্বারশিপ নিয়ে আগে মেম্বার্স প্যানেলের বিস্তারিত দেখতে পারেন।  এখানে অনেক ফ্রি কোর্সও আপনি পাবেন সেগুলো আগে দেখুন এর পর যদি আপনি মনে করেন ম্যাবস্ আই.টি আপনাকে সাহায্য করবে তাহলে মেম্বারশিপ আপগ্রেড করে নিতে পারবেন।

ফ্রি একাউন্ট করে নিতে এখানে ক্লিক করুন

FAQ

আমার এই পোস্ট যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পোস্টটি শেয়ার করুন এবং আপনার যদি কোন ধরনের প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন আমরা চেস্টা করবো আপনার প্রশ্নের উত্তর দিতে।

Write A Comment