কাউকে টাকা দিয়েছেন ডলার কেনার জন্য কিন্তু আপনার টাকা মেরে দিয়েছে? এক ডলার থেকে আরেক ডলারে কনভার্ট করতে চাচ্ছেন কিন্তু কোন সোর্স খুজে পাচ্ছেন না? যদি এমন হয় তাহলে এই আর্টিকেল আপনাকে অনেক সাহায্য করতে পারে।

মানি এক্সচেঞ্জ সাইট কি?

মানি এক্সচেঞ্জ সাইট হচ্ছে যেখানে আপনি চাইলে আপনার কোন ডলারকে আপনি এক্সচেঞ্জ করে অন্য ডলারে কনভার্ট করতে পারেন। যেমন ধরুন আপনার Neteller ডলার আছে কিন্তু আপনি চাচ্ছেন এই ডলারকে কনভার্ট করে Perfect Money তে নেবেন সেটা এই এক্সচেঞ্জ সাইট এর মাধ্যমে করা যায়।

আপনি অনলাইনে অনেক অনেক সাইট পাবেন যেখানে আপনি ডলার এক্সচেঞ্জ করতে পারবেন। কিন্তু মূল সমস্যা হচ্ছে এই সাইটগুলোর ভেতর বেশিরভাগ সাইট এ টাকা মেরে দেয়।  এবং আরেকটা বড় সমস্যা হচ্ছে মানি এক্সচেঞ্জ হবার জন্য তারা অনেক সময় নিয়ে থাকে।

এই আর্টিকেল এ আমি এমন একটি সাইট সম্পর্কে বলতে যাচ্ছি যেখানে আপনি আপনার ডলার এক্সচেঞ্জ করতে পারবেন এবং তাদের এক্সচেঞ্জ টাইম ও অনেক কম। আর অবশ্যই ট্রাস্টেড।

[tcb-script src=”https://apis.google.com/js/platform.js”][/tcb-script]

এক্সচেঞ্জ সাইটের সাথে পরিচয়

তাহলে আশুন আমরা মূল সাইট সম্পর্কে জানি। সাইটের নাম হচ্ছে Magnetic Exchange. এই সাইটটি একটা ট্রাস্টেড সাইট।  এখানে আমি বেশ কয়েকবার মানি এক্সচেঞ্জ করেছি। আর তাদের সেবাও আমার অনেক ভালো লেগেছে।

নিচের তাদের সাইটে আমার কিছু এক্সচেঞ্জ রিপোর্ট দেখুন।

এখানে একাউন্ট প্রোসেস খুব ই সহজ।  শুধুমাত্র আপনার নাম, ইমেইল এবং মোবাইল নাম্বার দিয়েই একাউন্ট করে নিতে পারবেন।  এর পর অবশ্যই একাউন্ট টা ভেরিফাই করে নাবেন কারন ভেরিফাই একাউন্ট এ আপনি এক্সচেঞ্জ রেটটা একটু ভালো পাবেন।

Recommendation

আপনি যদি অনলাইনে আপনার ক্যারিয়ার বিল্ডআপ করতে চান তাহলে আমি রিকমেন্ড করবো আমাদের মেম্বার্স প্যানেলে ফ্রি একাউন্ট করে নিন।  আমাদের মেম্বার্স প্যানেলে অনেক ফ্রি এবং পেইড রিসোর্স পাবেন এবং আশা করি আমাদের এই রিসোর্স আপনার অনলাইন ক্যারিয়ারের পথকে অনেক সহজ করবে।

এখানে ক্লিক করুন – ফ্রি একাউন্ট করে নিন

FAQ

আমার এই পোস্ট যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পোস্টটি শেয়ার করুন এবং আপনার যদি কোন ধরনের প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন আমরা চেস্টা করবো আপনার প্রশ্নের উত্তর দিতে।

Write A Comment