আপনি কি আপনার ওয়ার্ডপ্রেস সাইটের জন্য ভালো কোন সোস্যাল শেয়ার প্লাগিন খুজছেন?

আপনি এই পোস্ট এর বাম পাশেই দেখতে পাচ্ছেন সোস্যাল শেয়ার বাটন দেখাচ্ছে। আপনি কি জানতে চান এই প্লাগিনটি কিভাবে আপনি আপনার ওয়েবসাইটে সেটাপ করতে পারেন?

আশা করি এই সোস্যাল শেয়ার প্লাগিনটি আপনার ভালো লেগেছে এবং শুনে খুশি হবেন এই প্লাগিনটি একটি ফ্রি প্লাগিন। এদের পেইড ভার্সনও আছে তবে আপনি চাইলে ফ্রি প্লাগিন টাই ব্যবহার করতে পারবেন।

নিচের ভিডিওটি দেখুন কিভাবে এই প্লাগিনটি আপনার ওয়েবসাইটে সেটাপ করতে পারেন –

[tcb-script src=”https://apis.google.com/js/platform.js”][/tcb-script]

আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এই প্লাগিনটি আপনার সাইটে সেটাপ করতে পারেন। আপনি যদি HTML সাইট ব্যবহার করে থাকেন তাহলে আমি বলবো আপনি অনেক কিছু মিস করছেন। কারন ওয়ার্ডপ্রেস আপনাকে দেবে অনেক স্বাধীনতা এবং এদের অনেক অনেক ফ্রি প্লাগিন আছে যা আপনি ব্যবহার করতে পারবেন খুব সহজেই এবং মজার বিষয় হচ্ছে আপনাকে কোন প্রোগ্রামিং বা কোডিং জানতে হবেনা।

Recommendation

আপনি যদি এখনো আপনার নিজের ওয়েবসাইট করে না থকেন তাহলে আমি আপনাকে সাজেস্ট করবো আপনি আপনার ডোমেইন এবং হোস্টিং Namecheap থেকে নিতে পারেন। কারন, আমি ব্যক্তিগত ভাবে এদের সেবা ব্যবহার করি । এদের সার্ভিস অনেক ভালো এবং প্রাইসের দিক থেকেও অনেক সাশ্রয়ী।

Namecheap অফিসিয়াল সাইট ভিজিট করুন – এখানে ক্লিক করুন

এছড়া আমরাও ডোমেইন হোস্টিং সেবা দিয়ে থাকি আপনি চাইলে আমাদের সাইট থেকেও ডোমেইন হোস্টিং সেবা নিতে পারেন।

FAQ

আমার এই পোস্ট যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পোস্টটি শেয়ার করুন এবং আপনার যদি কোন ধরনের প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন আমি চেস্টা করবো আপনার প্রশ্নের উত্তর দিতে।

Write A Comment