অন্য কোন সাইটের সাথে শেয়ার করতে না চান তাহলে NoFollow All External Links ওয়ার্ডপ্রেস প্লাগিন আপনার সহজ সমধান হতে পারে।

আপনি যখন আপনার আর্টিকেলে আপনার অয়েবসাইটের বাইরের কোন লিঙ্ক রেফারেন্স সরুপ দিচ্ছেন আপনি যদি সেই লিঙ্কে NoFollow প্যারামিটার ব্যবহার করে না থাকেন তাহলে আপনার ওয়েবসাইটের অথোরিটি অন্য সাইটে শেয়ার হয়ে যাবে, আর আপনি যদি এটি না চান তাহলে এই প্লাগিনটি ব্যবহার করতে পারেন।

এই প্লাগিন আপনার সময় বাচাবে এবং আপনি যদি NoFollow প্যারামিটার সেটাপ করতে ভূলেও যান এই প্লাগিনই আপনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে।

নিচের ভিডিও দেখুন কিভাবে আপনি এই প্লাগিন সেটাপ করতে পারেন –

[tcb-script src=”https://apis.google.com/js/platform.js”][/tcb-script]

আশা করি এখন বুঝতে পেরেছেন এই প্লাগিনটি কিভাবে আপনাকে হেল্প করবে। এই প্লাগিন আপনার ওয়েবসাইটের কোন ধরনের কোন সমস্যা করবেনা এবং সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন এ আপনাকে অনেক ভালো ভাবে সাহায্য করবে।

Recommendation

আপনি যদি এখনো আপনার নিজের ওয়েবসাইট করে না থকেন তাহলে আমি আপনাকে সাজেস্ট করবো আপনি আপনার ডোমেইন এবং হোস্টিং Namecheap থেকে নিতে পারেন। কারন, আমি ব্যক্তিগত ভাবে এদের সেবা ব্যবহার করি । এদের সার্ভিস অনেক ভালো এবং প্রাইসের দিক থেকেও অনেক সাশ্রয়ী।

Namecheap অফিসিয়াল সাইট ভিজিট করুন – এখানে ক্লিক করুন

FAQ

আমার এই পোস্ট যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পোস্টটি শেয়ার করুন এবং আপনার যদি কোন ধরনের প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন আমি চেস্টা করবো আপনার প্রশ্নের উত্তর দিতে।

Write A Comment