আপনার কি ওয়ার্ডপ্রেস সাইট আছে? আপনার ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস ইন্সটল করার পর বুঝে উঠতে পারছেন না এখন কি করবেন? যদি আপনার অবস্থা এমন হয়ে থাকে তাহলে এই আর্টিকেল আপনাকে অনেক হেল্প করবে।

এখানে আপনি জানতে পারবেন ওয়ার্ডপ্রেস ইন্সটল করার পর কি কাজগুলো অনেক জরুরী।  যারা নতুন ওয়েবসাইট তৈরি করতে যায় তাদের ৮৫% ব্যাক্তির কিছু কিছু ভূল করে থাকে এবং এই ভূল গুলোর কারনে দেখা যায় সাইটের অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই কাজ করা হয়না, যেটা কিনা পরবর্তীতে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়।

ওয়ার্ডপ্রেস ইন্সটল করার পর নিচের বেসিক স্টেপ গুলো দেখুনঃ

  • ওয়েবসাইট ডি-ইন্ডেক্স করে নিন
  • আপনার ওয়েবসাইটের পারমালিঙ্ক পরিবর্তন করুন
  • আপনার প্রোফাইল সম্পূর্ণ করুন
  • ওয়েবসাইটের টাইটেল, ট্যাগ লাইন এবং টাইমজোন ঠিক করুন
  • অব্যবহিত থিম ডিলেট করে দিন
  • অব্যবহিত প্লাগিন সমূহ ডিলেট করে দিন
  • আপনার ওয়েবসাইটের কমেন্ট সেখশন ঠিক করে নিন
  • ডিফল্ট কনেটেন্ট গুলো ডিলেট করে দিন
  • আপনার ওয়েবসাইটের ক্যাটাগরি ঠিক করে নিন

উপরের স্টেপ গুলো হচ্ছে আপনার ওয়েবসাইটের বেসিক সেটিংস।  এই সেটিংসগুলো অনেক জরুরী আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য।  আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন তাহলে নিচের ভিডিওটি দেখুন।  আশা করি উপরের কাজগুলো কিভাবে করতে হয় সেটা আপনি সহজে বুঝতে পারবেন।

[tcb-script src=”https://apis.google.com/js/platform.js”][/tcb-script]

আশা করি উপরের ভিডিও থেকে আপনি বুঝতে পেরেছেন আপনার ওয়েবসাইটের বেসিক কাজ গুলো আপনি কিভাবে করবেন। আপনার ওয়েবসাইটকে পরিপূর্ণ ভাবে তৈরি করতে নিচের স্টেপ গুলো দেখে নিতে পারেন।  এই স্টেপ গুলোর মাধ্যমে আপনার ওয়েবসাইট পরিপূর্ণতা পাবে।

  • আপনার ওয়েবসাইটে কন্টাক্ট ফর্ম সেটাপ করুন
  • সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন প্লাগিন সেটাপ করুন
  • গুগল অ্যানালাইটিক সেটাপ করে নিন
  • ক্যাশ মেমরি ক্লিনিং প্লাগিন সেটাপ করে নিন
  • ওয়েবসাইট ব্যাকআপ নেবার ব্যবস্থা করুন
  • ওয়েবসাইটের সিকুরিটি বাড়ান এবং হ্যাকিং থেকে প্রোটেক্ট করুন
  • স্প্যাম কমেন্ট প্রোটেক্ট এর ব্যাবস্থা করুন
  • ওয়েবসাইটের মূল পাতা এবং ব্লগ সঠিকভাবে সেটাপ করুন
  • আপনার গ্রাভেটার একাউন্ট করুন এবং আপনার পারসোনাল ব্রান্ডিং করুন
  • আপনার ওয়েবসাইটের ফেবিকন এবং সাইট আইকন ঠিক করুন
  • ওয়েবসাইটের ডিফল্ট ইমেইল অ্যাড্রেস পরিবর্তন করুন
  • প্রোফেশনাল থিম ব্যবহার করলে সেটা কাস্টমাইজ করুন

(উপরের বিষয়গুলো আরো বিস্তারিত ভাবে আলোচনা করা আছে।) উপরের যেই বিষয় গুলো আমি বললাম সেগুলো সঠিকভাবে সম্পূর্ণ করলে আশা করি আপনার ওয়েবসাইটের ৭০-৮০% কাজ সম্পূর্ণ হয়ে যাবে।  এর পর আপনার কাজ হবে সাইটে কন্টেন্ট পাবলিশ করা এবং এর পর আপনার ওয়েবসাইটকে গুগল ওয়েবমাস্টার এর সাথে কানেক্ট করে সাইটকে ইন্ডেক্স করার পারমিশন দেওয়া।

আপনার ওয়েবসাইটের বেসিক কাজগুলো সম্পন্ন হলে এর পরবর্তী স্টেপ এ চলে যান এই লিঙ্ক থেকে

Recommendation

আপনি যদি অনলাইনে আপনার ক্যারিয়ার বিল্ডআপ করতে চান তাহলে আমি রিকমেন্ড করবো আমাদের মেম্বার্স প্যানেলে ফ্রি একাউন্ট করে নিন।  আমাদের মেম্বার্স প্যানেলে অনেক ফ্রি এবং পেইড রিসোর্স পাবেন এবং আশা করি আমাদের এই রিসোর্স আপনার অনলাইন ক্যারিয়ারের পথকে অনেক সহজ করবে।

এখানে ক্লিক করুন – ফ্রি একাউন্ট করে নিন

FAQ

আমার এই পোস্ট যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পোস্টটি শেয়ার করুন এবং আপনার যদি কোন ধরনের প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন আমরা চেস্টা করবো আপনার প্রশ্নের উত্তর দিতে।

2 Comments

  1. ইনশাআল্লাহ্‌ চেস্টা করবো। আমাদের প্যানেলে একাউন্ট করে নিয়ে সাথেই থাকুন।

Write A Comment