আপনি কি আপনার অফার বা সেলস ফানেল এ ইনস্ট্যান্ট টারগেটেড ট্রাফিক জেনারেট করতে চাচ্ছেন? ইমেইল মার্কেটিং শুরু করতে চাচ্ছেন কিন্তু বুঝে উঠতে পারছেন না কোথা থেকে সাবস্ক্রাইবার পাবেন? হ্যা, আমি এই পোস্ট এ আপনাকে দেখাতে যাচ্ছি কিভাবে আপনি খুবই টার্গেটেড ট্রাফিক জেনারেট করতে পারেন।

সলো অ্যাড বলতে কি বুঝি?

সলো অ্যাড হচ্ছে এক ধরনের ইমেইল মার্কেটিং সেবা।  এই সেবা টা হচ্ছে এমন – আপনি অন্য কারো ইমেইল সাবস্ক্রাইবারদের টাকার বিনিময়ে ইমেইল করতে পারবেন।  আপনি যদি অনলাইনে নতুন হয়ে থাকেন তাহলে আপনার হয়তোবা দেখা যাবে কোন কাস্টমার বা সাবস্ক্রাইবার লিস্ট নেই।  আপনার যদি প্রোয়জন হয় ইমেইল এর মাধ্যমে আপনি আপনার কোন পণ্য প্রচারনার কাজ করবেন বা নিজের ইমেইল লিস্টে টার্গেটেড সাবস্ক্রাইবার যুক্ত করবেন তাহলে সলো অ্যাড হচ্ছে সবথেকে উৎকৃষ্ট একটি অ্যাডভারটাইজিং মাধ্যম।

নিচের ভিডিও টি দেখুন আশা করি বিস্তারিত বুঝতে পারবেন।

[tcb-script src=”https://apis.google.com/js/platform.js”][/tcb-script]

আশা করি বুঝতে পেরেছেন সলো অ্যাড কি এবং কিভাবে সলো অ্যাডভারটাইজিং করতে হয়।  আপনি এই লিঙ্ক থেকে আপনার ফ্রি Udimi একাউন্ট করে নিতে পারেন এবং এই লিঙ্ক থেকে একাউন্ট করলে আপনি যখন ১ম সলো অর্ডার করবেন তখন $5 ডিস্কাউন্ট পাবেন।  (আপনার কিছু করতে হবেনা, অটো ডিস্কাউন্ট অ্যাড হয়ে যাবে উপরের লিঙ্ক থেকে একাউন্ট করলে)

ফ্রি একাউন্ট করুন –  ($5 ডিস্কাউন্ট সহ লিঙ্ক)

সলো অ্যাড থেকে সেল হয়?

অনেকেই প্রস্ন করেছিলেন যে সলো অ্যাড এর মাধ্যমে আমি যদি আমার অ্যাফিলিয়েট লিঙ্ক প্রদান করি তাহলে এখান থেকে কি সেল জেনারেট করা সম্ভব? এখানে প্রো টিপস্ হচ্ছে, আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং করতে চান তাহলে আপনি সেলস ফানেল তৈরি করে নিজের ইমেইল লিস্ট তৈরিতে নজর দিন।

সেলস ফানেল কিভাবে তৈরি করতে হয় সেটি না জানলে আমি আপনাকে রিকমেন্ড করবো এই কোর্সটি দেখে নিতে।

সিপিএ এবং অ্যাফিলিয়েট মার্কেটিং সেলস ফানেল কমপ্লিট গাইডআপনি যদি লিড টার্গেটিং করে বিজনেস গ্রো করতে আগ্রহী থাকেন অথবা ফ্রিল্যান্সিং করে মাসে হাজার ডলার আয় করতে চান, তাহলে এই পরিপূর্ণ কোর্সটি আপনার জন্য।

Recommendation

আপনি যদি ফ্রিলান্সিং বা ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়তে চান তাহলে ম্যাবস্ আই.টি আপনাকে অনেকভাবেই সাহায্য করবে এবং আপনি চাইলে ম্যাবস্ আই.টি ফ্রি মেম্বারশিপ নিয়ে আগে মেম্বার্স প্যানেলের বিস্তারিত দেখতে পারেন।  এখানে অনেক ফ্রি কোর্সও আপনি পাবেন সেগুলো আগে দেখুন এর পর যদি আপনি মনে করেন ম্যাবস্ আই.টি আপনাকে সাহায্য করবে তাহলে মেম্বারশিপ আপগ্রেড করে নিতে পারবেন।

ফ্রি একাউন্ট করে নিতে এখানে ক্লিক করুন

FAQ

আমার এই পোস্ট যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পোস্টটি শেয়ার করুন এবং আপনার যদি কোন ধরনের প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন আমরা চেস্টা করবো আপনার প্রশ্নের উত্তর দিতে।

Write A Comment