আপনি কি অনলাইন থেকে একটি প্যাসিভ ইনকাম এর সোর্স খুজছেন? চাচ্ছেন এমন কোন একটি মাধ্যম যেখানে কস্ট করে ৬ মাস থেকে ১ বছর কাজ করার পর প্রতি মাসেই কিছু ফিক্সড ইনকাম আসুক।  হ্যা, আমি এই পোস্ট এ আপনাকে এই বিশয়টি শেয়ার করতে যাচ্ছি কিভাবে আমি প্রতি মাসেই নুন্যতম ২০০ থেকে ৫০০ ডলার ইনকাম করি এবং মজার বিষয় হচ্ছে এই ইনকাম করার জন্য আমার কোন কাজ করতে হয় না।

খুব এক্সসাইটেড? হ্যা, আমিও এক্সসাইটেড বিষয়টি আপনার সাথে শেয়ার করার জন্য।  তো চলুন আমরা বিষয়গুলো বোঝার চেস্টা করি।

রেভিনিউ শেয়ার বলতে আমরা কি বুঝি?

আপনি হয়তোবা সিপিএ বা অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে জেনে থাকবেন।  রেভিনিউ শেয়ার এইরকমই একটি মার্কেটিং সিস্টেম যেখানে আপনি কাজ করলে এখান থেকে ইনকাম করা সম্ভব।  রেভিনিউ শেয়ার সম্পর্কে যদি একটি বিস্তারিত বলতে যাই তাহলে সহজ ভাবে বলা যায় যে আপনি যখন কোন কোম্পানি এর প্রোডাক্ট নিয়ে অ্যাফিলিয়েট করবেন তখন ওই কোম্পানি আপনাকে কোন ফিক্সড টাকা দেবেনা।  তারা আপনাকে অফার করবে একটি সেলস পারসেন্ট কমিশন।  যেমন হতে পারে ২০% কমিশন দেবে।

তার মানে হচ্ছে একটি কোম্পানি এর অনেক ধরনের প্রোডাক্ট থাকতে পারে এবং সব প্রোডাক্ট এর প্রাইস ও আলাদা আলাদা।  এজন্য তারা অ্যাফিলিয়েট মার্কেটারদের ফিক্সড কোন অ্যামাউন্ট প্রদান করতে পারেনা।  তারা প্রোডাক্ট এর লভ্যাংশ থেকে একটি পারসেণ্ট প্রদান করে থাকে।

নিচের ভিডিও টি দেখুন আশা করি খুব সহজেই আপনি বিষয়টি বুঝতে পারবেন।

[tcb-script src=”https://apis.google.com/js/platform.js”][/tcb-script]

আশা করি রেভিনিউ শেয়ার বলতে আমি কি বোঝাচ্ছি সেটি আপনি বুঝতে পেরেছেন।  এখন আশুন কোথায় আপনি কাজ করবেন এবং কিভাবেই বা কাজ করবেন? আপনি যদি রেভিনিউ শেয়ার প্রোগ্রামে কাজ করতে চান তাহলে অনেক অনেক কোম্পানি পাবেন। আমি মূলত কাজ করি FBS Market Inc. নামে একটি কোম্পানিতে।

এই কোম্পানি মূলত একটি ফরেক্স ব্রোকার হাউজ।  এই সাইটে মুলত অনেক ট্রেডার আছেন এবং তারা এখানে বিভিন্ন দেশ এর মুদ্রা ট্রেড করে থাকেন।  আমাদের মূলত কাজ কোন ট্রেডিং করা না।  আমরা মূলত এই কোম্পানি এর মার্কেটার হিসেবে কাজ করবো। আমাদের মূল লক্ষ্যই হচ্ছে বিশ্বের যেই দেশগুলতে এই কোম্পানি সেবা প্রদান করছে সেই দেশগুলোতে মার্কেটিং করা।  এবং আমাদের মূল কাজ হচ্ছে নতুন ট্রেডারদের এই কোম্পানিতে নিয়ে আসা।

এখানে আপনি যদি নতুন কোন ক্লাইন্টকে আপনার রেফারেন্স এ এই কোম্পানিতে রেজিস্ট্রেশন করাতে পারেন তাহলে ওই ট্রেডার যখন এই কোম্পানিতে কোন ট্রেড করে প্রতি ট্রেডে আপনি একটি কমিশন পাবেন।  এবং এই কমিশন ১ বারের জন্য না।  সে যতদিন ওই কোম্পানিতে ট্রেড করবে আপনি ততোদিন বা ততোবার কমিশন পাবেন।

নিচের ছবিতে আমার একাউন্ট এর একটি স্ন্যাপ দেখুন আশা করি বুঝতে পারবেন যে এখানে কেমন টাকা ইনকাম করা যায়।

income snapincome snap

উপরের ছবি দেখে আশা করি বুঝতে পারছেন যে এখানে কাজ করলে আপনি ইনকাম করতে পারবেন।  এবং উপরের ছবিতে আমি দেখিয়েছি আমি এই কোম্পানি থেকে এখন পর্যন্ত কত টাকা ইনকাম করেছি।

এখন আশুন আমরা এই কোম্পানি এর কিছু সম্ভাবনা এবং মার্কেটিং প্লানিং নিয়ে বলি।  আমরা যদি একটি হিসেব করি তাহলে খুব সহজেই আমরা আমাদের ইনকাম এর একটি চিত্র আমাদের নিজেদের চোখের সামনে দেখতে পারবো।

আপনি যদি এই কোম্পানিতে প্রতিদিন ৫ জন করে নতুন ক্লাইন্ট রেজিস্ট্রেশন করাতে পারেন তাহলে আপনি প্রতি মাসে ক্লাইন্ট পাচ্ছেন ৫ x ৩০ = ১৫০ জন।  এখন আগামি ১ বছরের হিসেব করলে আমাদের মোট ক্লাইন্ট সংখ্যা আসে ১৫০ x ১২ = ১৮০০ জন ক্লাইন্ট।

এখানে যেই ক্লাইন্ট গুলো একাউন্ট করলো সবাইতো আর ট্রেড করবেনা।  এখানে যদি সর্বচ্চ ১% লোক ও ট্রেড করে তাতেও আমার মোট ট্রেডার সংখ্যা আসবে ১৮ জন।  তারা প্রতিদিন যদি মাত্র ৫ ডলার করেও ট্রেড করে তাহলে প্রতিদিন আমার ট্রেডাররা এখানে ট্রেড করবে ৯০ ডলারের মত।

যদি ৯০ ডলার প্রতিদিন আমার ক্লাইন্ট ট্রেড করে তাহলে মাসে ৩০ দিনে মোট ট্রেড করবে ২৭০০ ডলার।  এখন আপনি কত কমিশন পাবেন? হ্যা, আপনি নুন্যতম মোট ট্রেড এর ১৫% কমিশন পাবেন।  তাতে আপনার প্রতি মাসে ইনকাম দাঁড়াবে ৪০৫ ডলার এর মত।

যদি ১% ট্রেড না করে মাত্র ০.৫% ও ট্রেড করে তাতেও আপনার ইনকাম নুন্যতম ২০০ ডলার প্রতি মাসে।

ট্রাফিক কিভাবে জেনারেট করবো?

এখন হয়তোবা ভাবছেন হিসেব সব বুঝলাম কিন্তু প্রতিদিন ৫ জন করে ক্লাইন্ট আমি কিভাবে নিয়ে আসতে পারি? হ্যা, এখানে আমি প্রথমেই আপনাকে বলেছি কোন কাজ ছাড়াই আমি এই ইনকাম জেনারেট করি।  আপনি ট্রাফিক এর জন্য ব্যবহার করবেন ফেসবুক পেইড অ্যাড সার্ভিস।  এখানে আপনাকে খুব বেশি ইনভেস্ট করতে হবেনা।  আপনার প্রতিদিন টার্গেট রাখতে হবে মাত্র ১ ডলার আপনি ইনভেস্ট করবেন এবং এই ১ ডলারে ৫ জন করে নতুন ক্লাইন্ট আপনি নিয়ে আসবেন।

ফেসবুক অ্যাড এর ক্ষেত্রে আপনি লিঙ্ক ক্লিক টাইপ অ্যাড রান করবেন এবং ফরেক্স ডিলেটেড সব কিওয়ার্ড বা ইন্টারেস্ট টার্গেট করে ক্যাম্পেইন করবেন।  যদি ফেসবুকে কিভাবে ক্যাম্পেইন করতে হয় সেটি না জানেন তাহলে এই ভিডিও টি দেখতে পারেন এখানে আমি ফেসবুক অ্যাড এর অনেক বিস্তারিত আলোচনা করার চেস্টা করেছি।

আপনি যদি এই বিষয়ে আরো বিস্তারিত জানতে চান এবং স্টেপ বাই স্টেপ ভিডিও এর মাধ্যমে সম্পূর্ণ কাজটি শুরু থেকে শেষ পর্যন্ত শিখতে চান তাহলে নিচের ব্যনারটি ফলো করুন এবং বিস্তারিত দেখুন।

রেভিনিউ শেয়ার এর মাধ্যমে কিভাবে প্রতি মাসেই ২০০-৫০০ ডলার ইনকাম করা যায় – স্টেপ বাই স্টেপ গাইড।

আমাদের ম্যাবস্ আই.টি থেকে ২০১৭ সালের নভেম্বর মাসে একটি অনলাইন কোর্স চালু হয়েছিলো এবং সেখানে অনেক স্টূডেন্ট এর বিষয়ে জেনেছেন এবং কাজ করেছেন।  তাদের অনেকেই এখন প্রতি মাসে ১০০ থেকে ২০০ ডলার ইনকাম করছেন এবং অনেকেই এর থেকে বেশি ইনকাম করছেন।  নিচের ছবিটি দেখুন আশা করি বুঝতে পারবেন।

students incomestudents income

উপরের যেই ছবি আপনি দেখতে পাচ্ছেন সেখানে যেই ব্যাক্তি আমাকে নুন্যতম ১৫ ডলার কমিশন দিয়েছেন সে নুন্যতম ১০০ ডলার ইনকাম করেছেন।  কারন FBS Market Inc. মুলত ৩ টি লেভেলে কমিশন দিয়ে থাকে।  এখানে ২য় লেভেলের মার্কেটার এর ইনকাম এর ১৫% কমিশন ১ম লেভেলের ইউজারকে দিয়ে থাকে।

এখানে যেখতে পাচ্ছেন Md Mojahidul Islam এই ব্যাক্তি নুন্যতম ১৩০০ ডলার ইনকাম করেছেন গত ৮-১০ মাসেই।  এবং প্রতি মাসেই খুব ভালো একটি ইনকাম তিনি করছেন।

Recommendation

আপনি যদি ফ্রিলান্সিং বা ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়তে চান তাহলে ম্যাবস্ আই.টি আপনাকে অনেকভাবেই সাহায্য করবে এবং আপনি চাইলে ম্যাবস্ আই.টি ফ্রি মেম্বারশিপ নিয়ে আগে মেম্বার্স প্যানেলের বিস্তারিত দেখতে পারেন।  এখানে অনেক ফ্রি কোর্সও আপনি পাবেন সেগুলো আগে দেখুন এর পর যদি আপনি মনে করেন ম্যাবস্ আই.টি আপনাকে সাহায্য করবে তাহলে মেম্বারশিপ আপগ্রেড করে নিতে পারবেন।

ফ্রি একাউন্ট করে নিতে এখানে ক্লিক করুন

কিভাবে আমি কোন কাজ ছাড়াই রেভিনিউ শেয়ার প্রোগ্রামের মাধ্যমে মাসে নুন্যতম ২০০-৫০০ ডলার ইনকাম করি | রেভিনিউ শেয়ার প্যাসিভ ইনকাম।

FAQ

আমার এই পোস্ট যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পোস্টটি শেয়ার করুন এবং আপনার যদি কোন ধরনের প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন আমরা চেস্টা করবো আপনার প্রশ্নের উত্তর দিতে।

Write A Comment