অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চাচ্ছেন কিন্তু নিজের ওয়েবসাইট নেই? ওয়েবসাইট ছাড়া কি আমি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবো? এই ধরনের প্রস্ন অনেকেই আমাকে জিজ্ঞাসা করে থাকেন।  এই আর্টিকেল এ আমি এই বিষয়টি আলোচনা করবো এবং কিভাবে নিজের ওয়েবসাইট ছাড়াই অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে পারেন সেই বিষয়টি আপনাকে দেখাবো। (বিঃদ্রঃ এটা কমপ্লিট কোন অ্যাফিলিয়েট মার্কেটিং গাইড না এটা শুধুমাত্র একটি টেকনিক যেটা আপনাকে কাজ শুরু করতে সাহয্য করবে )

[tcb-script async=”” src=”//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js”][/tcb-script][tcb-script](adsbygoogle = window.adsbygoogle || []).push({});[/tcb-script]

ওয়েবসাইট ছাড়া অ্যাফিলিয়েট মার্কেটিং করা যায়?

আপনি যদি প্রোফেশনাল ভাবে কাজ শুরু করতে চান তাহলে আপনাকে অবশ্যই পেইড ডোমেইন নিয়ে কাজ শুরু করতে হবে।  তবে হ্যা, অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে চাইলে আপনি এই টেকনিক ব্যবহার করে কাজ শুরু করতে পারেন এবং যত দ্রুত সম্ভব নিজের পেইড ডোমেইন নিয়ে নেওয়াটা ভালো হবে।

কারন, যখন আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করবেন তখন আপনার নিজের সেলস ফানেল তৈরি করে কাজ শুরু করতে হবে। সেলস ফানেল বলতে আমরা বুঝি প্রোডাক্ট বিক্রি করার প্রোসেস।  এবং আপনি সেলস ফানেল ছাড়া যদি কাজ শুরু করতে চান তাহলে আপনি বিজনেস থেকে অনেক দুরেই থাকবেন। আপনার লং টাইম কাজের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই সেলস ফানেল।

কিভাবে ওয়েবসাইট ছাড়াই অ্যাফিলিয়েট মার্কেটিং করা যায়?

নিজের ওয়েবসাইট ছাড়াই যদি অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে চান তাহলে আপনি পিডিএফ শেয়ারিং টেকনিক ফলো করতে পারেন। আপনি যেই নিশ নিয়েই কাজ করেন না কেন আপনি এই সিস্টেম এ কাজ করতে পারবেন।  এই সিস্টেম এ কাজ করতে গেলে আপনার প্রোয়জন হবে কোন মার্কেটপ্লেসে একাউন্ট এবং পিডিএফ তৈরি করার জন্য বেসিক নিলেজ যা কিনা আপনাকে আমি বিস্তারিত ভাবে এখানে দেখাতে যাচ্ছি।

আমি ব্যক্তিগতভাবে মেক মানি অনলাইন এবং ইন্টারনেট মার্কেটিং নিশ নিয়ে প্রায় ৮ বছরেরও বেশি সময় ধরে কাজ করছি। আপনি যদি মেক মানি অনলাইন এবং ইন্টারনেট মার্কেটিং নিশ নিয়ে কাজ করেন তাহলে আপনার জন্য ভালো মার্কেটপ্লেস হবে JVZoo এবং WarriorPlus. এই মার্কেটপ্লেসে কাজ করতে হলে আপনার প্রথমে প্রোয়জন হবে একটি পেপাল একাউন্ট।  (কিভাবে পেপাল একাউন্ট করতে হয় এখান থেকে জেনে নিতে পারেন)

[tcb-script async=”” src=”//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js”][/tcb-script][tcb-script](adsbygoogle = window.adsbygoogle || []).push({});[/tcb-script]

আমি এখানে আপনাকে দেখাচ্ছি JVZoo মারকেটপ্লেস এর প্রোডাক্ট আপনি কিভাবে প্রোমট করতে পারেন।  (যদি না জানেন কিভাবে JVZoo একাউন্ট করতে হয় তাহলে এখান থেকে দেখে নিতে পারেন)

আপনার একাউন্ট তৈরি হয়ে গেলে অ্যাফিলিয়েট লিঙ্ক তৈরি করতে হবে এবং সেই অ্যাফিলিয়েট লিঙ্ক ব্যবহার করে আপনাকে একটি পিডিএফ ফাইল তৈরি করতে হবে।  পিডিএফ ফাইল তৈরি করে আপনি সেটি Facebook গ্রুপ গুলোতে শেয়ার করবেন।

সম্পূর্ণ কাজটি যাতে আপনি সহজভাবে বুঝতে পারেন এজন্য আমি একটি ভিডিও রেকর্ড করেছি এবং এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন।  আশা করি আপনি ভিডিও দেখার পর থেকেই কাজ শুরু করে দিতে পারবেন।  নিচের ভিডিওটি দেখুন

[tcb-script src=”https://apis.google.com/js/platform.js”][/tcb-script]

আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনি ওয়েবসাইট ছাড়াই অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে পারবেন বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন।  ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।

ভিডিওতে যেই পেইড পিডিএফ তৈরির সাইট দেখানো হয়েছে তার লিঙ্ক পেতে এখানে ক্লিক করুন

Recommendation

আপনার যদি নিজের ওয়েবসাইট না থাকে তাহলে চাইলে নিজের ওয়েবসাইট তৈরি করে নিতে পারেন।  আমাদের অনেকেই প্রশ্ন করেন আমি কোন কোম্পানি থেকে ডোমেইন হোস্টিং কিনলে ভালো হবে?

আমাদের সাজেশন যদি আপনি চান তাহলে আমরা আপনাকে বলবো Namecheap এর সেবা ব্যবহার করতে পারেন।  এদের প্রাইসিং অনেক কম এবং সাপোর্ট এর দিক থেকে অনেক ভালো ।

Namecheap অফিসিয়াল সাইট ভিজিট করতে – এখানে ক্লিক করুন

এছড়া আমরাও ডোমেইন হোস্টিং সেবা দিয়ে থাকি আপনি চাইলে আমাদের সাইট থেকেও ডোমেইন হোস্টিং সেবা নিতে পারেন।

আপনি যদি অনলাইনে আপনার ক্যারিয়ার বিল্ডআপ করতে চান তাহলে আমি রিকমেন্ড করবো আমাদের মেম্বার্স প্যানেলে ফ্রি একাউন্ট করে নিন।  আমাদের মেম্বার্স প্যানেলে অনেক ফ্রি এবং পেইড রিসোর্স পাবেন এবং আশা করি আমাদের এই রিসোর্স আপনার অনলাইন ক্যারিয়ারের পথকে অনেক সহজ করবে।

এখানে ক্লিক করুন – ফ্রি একাউন্ট করে নিন

FAQ

আমার এই পোস্ট যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পোস্টটি শেয়ার করুন এবং আপনার যদি কোন ধরনের প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন আমরা চেস্টা করবো আপনার প্রশ্নের উত্তর দিতে।

Write A Comment