আপনি কি Google থেকে ফ্রি অরগানিক ট্রাফিক চাচ্ছেন? নতুন ওয়েবসাইট করেছেন কিন্তু গুগলে ইন্ডেক্স হচ্ছেনা?

আপনি যদি নতুন ওয়েবসাইট করে থাকেন এবং আপনার ওয়েবসাইট যদি গুগলে ইনডেক্স করাতে চান তাহলে আপনাকে প্রথমে দেখে নিতে হবে আপনার ওয়েবসাইট এর সেটিংস গুলো সব ঠিক আছে কিনা।

এর পর আপনি আপনার ওয়েবসাইট গুগল ওয়েবমাস্টারের সাথে কানেক্ট করে নিন এবং সাইটম্যাপ সেটাপ করুন। এবং এর পরই আপনার কাজ হচ্ছে আপনার সাইটটি পিং করানো।

আপনার ওয়েবসাইটে আপনি নতুন একটি কন্টেন্ট পাবলিশ করেছেন, গুগল এবং অন্যান্য সার্চ ইঞ্জিন রোবোটকে আমন্ত্রণ জানানো এবং সেটা তাদের ডেটাবেজে অ্যাড করানোর জন্য রিকোয়স্ট করাকেই আমরা সাধারনত পিং বলে থাকি।

নিচের ভিডিও থেকে দেখুন কিভাবে আমরা আমাদের ওয়েবসাইট বা কন্টেন্ট পিং করতে পারি।

[tcb-script src=”https://apis.google.com/js/platform.js”][/tcb-script]

আশা করি আপনি বুঝতে পেরেছেন কিভাবে আপনার সদ্য প্রকাশিত কোন পোস্ট বা ওয়েবসাইটকে আপনি খুব দ্রুত পিং এবং ইন্ডেক্স করাতে পারেন। সবসময় চেস্টা করবেন আপনার কনেটন্ট কোয়ালিটি এবং ফরমেটিং যেন সুন্দর থাকে। এতে করে আপনার ভিজিটর আপনার কন্টেন্ট পছন্দ করবে।

এবং পাশাপাশি চেস্টা করবেন নির্দিষ্ট সময়ে কন্টেন্ট পাবলিশ করতে। আমি বোঝাতে চাচ্ছি যদি আপনি প্রতি শনিবার ১ টি কন্টেন্ট পাবলিশ করেন তাহলে আগামি শনিবারেও ঠিক একই সময়ে নতুন পোস্ট করুন । কারন সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন এ এটা অনেক ভালো প্রভাব ফেলে।

FAQ

আমার এই পোস্ট যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পোস্টটি শেয়ার করুন এবং আপনার যদি কোন ধরনের প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন আমি চেস্টা করবো আপনার প্রশ্নের উত্তর দিতে।

Write A Comment