ইমেইল পাঠাচ্ছেন কিন্তু ইনবক্স এ না গিয়ে স্প্যাম ফোল্ডারে যাচ্ছে? একারনে আপনার ইমেইল গুলো কেউ দেখছেও না এবং সেলস ও জেনারেট হচ্ছেনা। হ্যা, আপনি নিজেও কিন্তু স্প্যাম ফোল্ডার দেখেন না।
কিভাবে এই সমস্যার সমাধান করা যায়? ইমেইল স্প্যাম ফোল্ডার অ্যাভয়েড করে ইনবক্স এ পাঠাতে চাইলে বেশ কিছু বিষয়ে আপনাকে নজর রাখতে হবে। এর ভেতর উল্লেখযোগ্য হচ্ছেঃ
- ইমেইল যদি Import করা থেকে বিরত থাকুন
- ডাবল অপ্টিন সাবস্ক্রাইবার নিন
- ইমেইল পাঠানোর সময় ফ্রি ইমেইল ব্যবহার থেকে বিরত থাকুন
- ইমেইল এর টেক্সট ভার্সন তৈরি করুন
- স্প্যাম ওয়ার্ড ব্যবহার থেকে বিরত থাকুন
উপরের এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনি যেই অটোরেস্পন্ডার সেবা ব্যবহার কজরেন না কেন বা আপনি SMTP ব্যবহার করেও যদি ইমেইল পাঠান তাহলেও এই বিষয়গুলো মাথায় রাখলে আপনার ইমেইল স্প্যাম ফোল্ডারে কম যাবে।
[tcb-script async=”” src=”//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js”][/tcb-script][tcb-script](adsbygoogle = window.adsbygoogle || []).push({});[/tcb-script]
আপনার সুবিধার জন্য নিচে একটি ভিডিওতে বিষয়গুলো আলোচনা করা হলো যাতে করে খুব সহজেই আপনি বুঝতে পারেন। ভিডিও টি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন।
[tcb-script src=”https://apis.google.com/js/platform.js”][/tcb-script]
(আমি আন্তরিকভাবে দুঃখিত – আমার ঠান্ডা লাগার কারনে ভিডিও এর ভেতর আমার কন্ঠে একটু সমস্যা থাকতে পারে।)
আশা করি উপরের ভিডিও থেকে বিস্তারিত বিষয়গুলো বুঝতে পেরেছেন। আপনি যখন ইমেইল মার্কেটিং করবেন তখন এই ৫টি বিষয় মাথায় রাখলে আশা করি আপনার ইমেইল আর স্প্যাম ফোল্ডারে যাবেনা।
আপনার যদি GetResponse এ একাউন্ট না থাকে এখান থেকে একাউন্ট করে নিতে পারেন।
Recommendation
আপনি যদি ফ্রিলান্সিং বা ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়তে চান তাহলে ম্যাবস্ আই.টি আপনাকে অনেকভাবেই সাহায্য করবে এবং আপনি চাইলে ম্যাবস্ আই.টি ফ্রি মেম্বারশিপ নিয়ে আগে মেম্বার্স প্যানেলের বিস্তারিত দেখতে পারেন।
[tcb-script async=”” src=”//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js”][/tcb-script][tcb-script](adsbygoogle = window.adsbygoogle || []).push({});[/tcb-script]
এখানে অনেক ফ্রি কোর্সও আপনি পাবেন সেগুলো আগে দেখুন এর পর যদি আপনি মনে করেন ম্যাবস্ আই.টি আপনাকে সাহায্য করবে তাহলে মেম্বারশিপ আপগ্রেড করে নিতে পারবেন।
ফ্রি একাউন্ট করে নিতে এখানে ক্লিক করুন
FAQ
আমার এই পোস্ট যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পোস্টটি শেয়ার করুন এবং আপনার যদি কোন ধরনের প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন আমরা চেস্টা করবো আপনার প্রশ্নের উত্তর দিতে।