আপনি কি আপনার ওয়ার্ডপ্রেস সাইটে কন্টাক্ট ফর্ম সেটাপ করতে চাচ্ছেন?

আপনি যেই ওয়েবসাইটেই ভিজিট করেন না কেন সব ওয়েবসাইটেই কন্টাক্ট নামে একটা পেজ থাকে এবং এটা থাকা অনেক জরুরী

আপনার ওয়েবসাইট ভিজিটর যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় এবং আপনার যদি কন্টাক্ট করার মত তেমন কোন ব্যবস্থা আপনি না রাখেন তাহলে বিষয়টি কেমন হয়। এজন্য আপনার ওয়েবসাইটে অবশ্যই কন্টাক্ট পেজ থাকা জরুরী।

এখন আসুন আপনি যদি কোন কোডিং বা প্রোগ্রামিং না জানেন তাহলে কিভাবে আপনি আপনার কন্টাক্ট ফর্ম তৈরি করবেন? কন্টাক্ট ফর্ম বলতে আমি যা বোঝাতে চাচ্ছি তা হলো যখনই আমরা কোন সাইটে যাই দেখা যায় তাদের কন্টাক্ট পেজে একটি ফর্ম আছে এবং সেখানে আমাদের নাম, ইমেইল, এবং ম্যাসেজ লিখার জায়গা থাকে এবং আমরা যদি ওই ফর্ম ফিলাপ করে সেন্ড করি তাহলে ওয়েবসাইট মালিকের কাছে আমাদের লিখা তথ্যগুলো চলে যায়।

আমরা কিভাবে এই ধরনের একটি ফর্ম আমাদের ওয়েবসাইটে তৈরি করতে পারি? হ্যা, নিচের ভিডিওটি দেখুন এবং এখান থেকে আপনি শিখতে পারবেন কিভাবে সুন্দর একটি কাস্টম ফর্ম তৈরি করা যায়।

[tcb-script src=”https://apis.google.com/js/platform.js”][/tcb-script]

আশা করি এখন আপনি আপনার ওয়েবসাইটের জন্য সুন্দর একটি কন্টাক্ট ফর্ম তৈরি করতে পারবেন। আপনার নিজের ওয়েবসাইট থাকলে এখনই আপনার ফর্ম তৈরি করে নিন।

Contact Form 7 Plugin Download Link Here

Recommendation

আপনার যদি নিজের ওয়েবসাইট না থাকে তাহলে চাইলে নিজের ওয়েবসাইট তৈরি করে নিতে পারেন। আমাদের অনেকেই প্রশ্ন করেন আমি কোন কোম্পানি থেকে ডোমেইন হোস্টিং কিনলে ভালো হবে? আমাদের সাজেশন যদি আপনি চান তাহলে আমরা আপনাকে বলবো Namecheap এর সেবা ব্যবহার করতে পারেন। এদের প্রাইসিং অনেক কম এবং সাপোর্ট এর দিক থেকে অনেক ভালো ।

Namecheap অফিসিয়াল সাইট ভিজিট করতে – এখানে ক্লিক করুন

এছড়া আমরাও ডোমেইন হোস্টিং সেবা দিয়ে থাকি আপনি চাইলে আমাদের সাইট থেকেও ডোমেইন হোস্টিং সেবা নিতে পারেন।

FAQ

আমার এই পোস্ট যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পোস্টটি শেয়ার করুন এবং আপনার যদি কোন ধরনের প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন আমরা চেস্টা করবো আপনার প্রশ্নের উত্তর দিতে।

Write A Comment