অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চাচ্ছি, কি প্রোডাক্ট নিয়ে মার্কেটিং শুরু করবো সেটাই বুঝে উঠতে পারছিনা।

আপনার অবস্থা যদি এমন হয় তাহলে এই পোস্টটি আপনার জন্য। কারন এই পোস্টে আমি দেখাবো কিভাবে আপনি খুব ভালো প্রোফিটঅ্যাবল অ্যাফিলিয়েট প্রোডাক্ট খুজে নিতে পারেন।

আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটার হয়ে থাকেন বা কাজ শুরু করবেন এমন চিন্তা করে থাকেন, তাহলে আপনাকে এটা বুঝতে হবে অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করার প্রথম ধাপ হচ্ছে নিশ সিলেক্ট করা এবং ভালো প্রোডাক্ট সিলেক্ট করা। আপনার যদি শুরুতেই ভূল হয়ে যায় তাহলে সম্পূর্ণ প্রোজেক্টটাই লস হবার সম্ভবনা থেকে যাবে।

how-to-find-good-product

এই পোস্ট টি ডিজিটাল প্রোডাক্ট সিলেকশনের কথা বলছে। আপনি যদি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে চিন্তা করে থাকেন তাহলে এই পোস্টটি আপনার জন্য উপযুক্ত না। অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং -এ প্রোডাক্ট সিলেকশনের স্টেপ গুলো একটু ভিন্ন।

ফ্রি অ্যাফিলিয়েট মার্কেটিং কোর্স
ফ্রি অ্যাফিলিয়েট মার্কেটিং কোর্স

নিশ কি এবং কোন নিশ নিয়ে কাজ করা যায়

নিশ বলতে আমরা মূলত বুঝি প্রোডাক্ট এর ক্যাটাগরি। আপনি যখন অ্যাফিলিয়েট মার্কেটিং এর কথা চিন্তা করবেন, তখন আপনি জানেন অ্যাফিলিয়েট মার্কেটিং এর টার্মস ই হচ্ছে অন্য কারো প্রোডাক্ট আপনি কমিশন বেজ বিক্রি করবেন। এখন আপনি যদি কাজ শুরু করতে চান, তাহলে আপনাকে প্রথমেই চিন্তা করতে হচ্ছে কি প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করবেন?

কোন সেক্টরে আপনি কাজ করবেন? হেলথ রিলেটেড প্রোডাক্ট, স্পোর্টস, বিজনেস ইত্যাদি অনেক টপিক বা ক্যাটাগরি আছে। এই সেক্টর, ক্যাটাগরি বা টপিক্স -কেই আমরা নিশ বলতে থাকি। আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স এ আমি দেখেছি ৩ টি নিশের ডিমান্ড বাজারে সবথেকে বেশি।

  1. হেলথ অ্যান্ড ফিটনেস
  2. মেক মানি অনলাইন
  3. রিলেশনশিপ / ডেটিং

উপরের এই ৩ টি নিশের ডিমান্ড বাজারে অনেক অনেক বেশি এবং আপনি কোন রিসার্চ ছাড়াই এই নিশ নিয়ে কাজ শুরু করতে পারেন।

প্রোডাক্ট সিলেক্ট কিভাবে করবেন?

আপনি যদি ভালো প্রোফিটঅ্যাবেল অ্যাফিলিয়েট প্রোডাক্ট খুজে নিতে চান, তাহলে আপনাকে ৫ টি মূল বিষয়ের উপর রিসার্চ করতে হবে। আপনার সুবিধার জন্য এখানে একটি পিডিএফ চেকলিস্ট দেওয়া হচ্ছে, এটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারেন, আপনার কাজের সুবিধার জন্য।

পিডিএফ ডাউনলোড করতে – এখানে ক্লিক করুন

এখন আসুন কিভাবে আপনি ভালো প্রোডাক্ট সিলেক্ট করবেন। বিষয়টি সহজে বোঝানোর জন্য একটি ভিডিও এর মাধ্যমে আপনাকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেস্টা করছি। নিচের ভিডিওটি দেখুন আশা করি ভিডিওটি দেখার পর আপনি আপনার অ্যাফিলিয়েট প্রোডাক্ট খুজে নিতে সক্ষম হবেন।

[su_youtube url=”https://www.youtube.com/watch?v=8xhGbSdGtFk” width=”820″ height=”420″]

বিঃদ্রঃ পরিপূর্ণ অ্যাফিলিয়েট মার্কেটিং ভিডিও কোর্স পেতে এখানে ক্লিক করুন

আশা করি উপরের ভিডিও থেকে আপনি বুঝতে পেরেছেন কিভাবে একটি ভালো অ্যাফিলিয়েট প্রোডাক্ট খুজে নিতে হয়। আমি আপনাকে এখানে আবারো বলছি এই সিস্টেম শুধুমাত্র ডিজিটাল প্রোডাক্ট বাছাই এর জন্য সঠিক হবে। ফিজিকাল প্রোডাক্ট এর জন্য আপনাকে অন্য বিষয়গুলো ফলো করতে হবে।

ফ্রি অ্যাফিলিয়েট মার্কেটিং কোর্স

আপনি যদি অনলাইনে নতুন হয়ে থাকেন তাহলে আমি আপনাকে সাজেস্ট করবো আমাদের মেম্বার্স প্যানেল মার্কেটিং রিসোর্স সেন্টারে একাউন্ট করে নিন। আমাদের মেম্বার্স প্যানেলে আপনি আরো অনেক স্টেপ বাই স্টেপ গাইডলাইন পাবেন।

একাউন্ট করতে – এই লিঙ্কে ক্লিক করুন

শেষ কথা

আমার এই পোস্ট যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই পোস্টটি শেয়ার করুন এবং আপনার যদি কোন ধরনের প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন, আমি অবশ্যই চেস্টা করবো আপনার প্রশ্নের উত্তর দিতে।

ফ্রি অ্যাফিলিয়েট মার্কেটিং কোর্স
ফ্রি অ্যাফিলিয়েট মার্কেটিং কোর্স

পরবর্তী স্টেপ:

7 Comments

  1. Hasan Tareq Khan Mamun Reply

    Vai ami new comer. Ami affiliate & CPA marketing korte chai.
    Pls advice me. Apnader ki kono hate kolome posikkoner babostha ase.
    Ami apnader akhane free account open korechi akhane ki kono banefit pabo ki na.
    Affiliate & CPA marketing korte ki amar kono web site khulte hobe ki na.
    Pls help me, hope that you will give me best answer.
    Best wishes

    • আমাদের ম্যাবস আইটি তে সরাসরি প্রশিক্ষনের ব্যবস্থা নেই। আমাদের মেম্বার্স প্যানেলে ভিডিও ট্রেনিং পাবেন। নিজের ওয়েবসাইট লাগবে যদি অনলাইন মার্কেটিং এ কাজ করতে চান।

  2. ভাই আপনারা কি ওয়েবসাইট তৈরী করে দেন নাকি অনলাইনে মার্কেটিং কাজের জন্য

    • আমরা মূলত বাংলাদেশের ক্লাইন্টদের কাজ তেমন করিনা। কারন আমাদের ওয়েবডিজাইন এর প্রাইসিং টা একটু বেশি। আপনি চাইলে আমাদের সাপোর্ট -এ যোগাযোগ করে দেখতে পারেন এখান থেকে

  3. Ripon Zaman Reply

    “”””””I want to survive””””
    Asslamu Alaikum Sir. I am a Muslim, My Name Is Mohammod Riponuj Zaman.
    Maybe the last writing of my life. I request to you read this article once. Because I’m going to die. After I die, maybe everyone in my family will become a living corpse. I am a failed child of helpless parents, a failed father of my only daughter, a failed husband. In every field of life today I am a neglected man defeated. Today, I have put my family in danger by putting a smile on my face. I have done many jobs, as well as freelancing but have not been successful anywhere. Today I am a failed man. I owe 100000 takas in my family way and in my personal life. It is not possible for me to repay the loan at this time. Even those who are creditors are not listening. Maybe all the problems will not be solved if I die. But I can’t do anything while I’m alive.
    My only request to please help me. There is no one in this world to help me in this day of danger. If anyone helps me and my family in time of need, I will do whatever he says. I don’t have much time left. I have made the final decision to die voluntarily.

    My mobile number +8801993090115,
    Please Help Me Sir

  4. Really vaia you are so greatful person. Your support and guideline just fabulous. You never feel bored when i asked a question and got the feedback instantly… Finally i got a successful person to be successful!!!

  5. abbdus sattar Reply

    ভাই আমি তো বেশি লেখাপড়া না ।আমি এফিলিটি মারকেটিন করতে পারবো

Write A Comment